কৌশিক পোল্ল্যে: ‘লাভ আজ কাল’ এর সুবাদে বেশ কয়েকদিন ধরেই হেডলাইনে রয়েছেন নবাবকন্যা সারা আলি খান। ছবির ট্রেলারেই মুগ্ধ হয়েছেন সকল দর্শকগন, যদিও বাবা সঈফ আলি খানের মোটেই পছন্দ হয়নি সারার লুক। সে যাইহোক, মোদ্দাকথা এখন হিন্দি ছবির হট টপিক হলেন সারা।
পরিচালকরা ছবির জন্য বেশ ডিমান্ডও করছেন সারাকে। খ্যাতি জেরে ও অভিনয়ের জোরে প্রথম ছবির জন্যই গতবার ফিল্মফেয়ার পান তিনি। তার দুই ছবি ‘কেদারনাথ’ ও ‘সিম্বা’ বক্সঅফিসে বেশ সফল। ‘লাভ আজ কাল’ তার কেরিয়ারের তৃতীয় ছবি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান। কার্তিকের সঙ্গে সারার বিশেষ সম্পর্কের কথা কারোরই অজানা নয়। করনের শোয়ে সারা স্বীকার করেন কার্তিকের প্রতি তার ভালোলাগার কথা। যদিও অনেকের অনুমান কার্তিক ডেট করছেন অনন্যা পান্ডেকে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : একাকী বিছানায় শুয়ে ঝুমা বৌদি, হইচই নেট দুনিয়ায়
কিছুক্ষন আগেই সারা পোস্ট করলেন কিছু ছবি। স্বল্প পোশাকে মোহময়ী লুকে ধরা দিলেন তিনি, সঙ্গে পোশাকের ব্যাকলেস ডিজাইন তাতে বিশেষ মাত্রা যোগ করেছে। সারার সেই দুর্দান্ত ছবিগুলি নীচে সাজানো রয়েছে।
View this post on Instagram