Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

এবার ছেলের মুখেও গালি শুনলেন ‘নির্লজ্জ শোভন’

Updated :  Saturday, June 19, 2021 7:38 PM

এতদিন পর্যন্ত শোভন-বৈশাখী এবং রত্না এই তিনজনের মধ্যে সমস্ত আক্রমণ সীমিত থাকতো। কিন্তু এবারে জল্পনায় অংশ নিলেন
শোভনপুত্র ঋষি চট্টোপাধ্যায়। শোভন চট্টোপাধ্যায় পুত্র সপ্তর্ষি চট্টোপাধ্যায় ওরফে ঋষি এবারে সরাসরি নিজের বাবাকে কটাক্ষ করলেন। বৈশাখী বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে তার সম্পর্ককে শোভন চট্টোপাধ্যায়ের লাভ লাইফ বলে কটাক্ষ করেছেন তিনি। এছাড়াও নিজের বাবাকে নির্লজ্জ শোভন বলেও কটাক্ষ করলেন শোভন পুত্র।

জামাইষষ্ঠীর দিন শোভন চট্টোপাধ্যায় নিজের সমস্ত স্থাপন এবং অস্থাবর সম্পত্তির অ্যাটর্নি জেনারেল করে দিয়েছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় কে। অন্যদিকে বৈশাখী বন্দ্যোপাধ্যায় নিজের ফেসবুক প্রোফাইলে শোভন চট্টোপাধ্যায়ের নাম সংযুক্ত করে জল্পনা বাড়িয়েছেন। তারপর থেকেই শুরু হয়েছে শোভন এবং বৈশাখীর মধ্যে সম্পর্কের নতুন ইনিংস এবং রত্না চট্টোপাধ্যায়ের কটাক্ষের পর্ব।

শুক্রবার থেকেই নতুন নাটক শুরু করেছেন শোভন এবং বৈশাখী। বৈশাখী বন্দ্যোপাধ্যায় শুক্রবার নিজে পুলিশ কমিশনার কে চিঠি লিখে জানিয়েছেন রত্না চট্টোপাধ্যায় নাকি শোভন চট্টোপাধ্যায় কে মেরে ফেলার হুমকি দিচ্ছেন। অন্যদিকে শোভন অভিযোগ করেন তার সম্পত্তি রত্না এবং তার বাবা ও ভাই দখল করে রেখেছেন। ওই সম্পত্তির অধিকার পাচ্ছেন না শোভন চট্টোপাধ্যায় নিজে। রত্না চট্টোপাধ্যায়ের বাবা এবং ভাই শোভন চট্টোপাধ্যায় কে গোলপার্কের ফ্ল্যাট খালি করার দাবি জানান। উল্টোদিকে শোভন চট্টোপাধ্যায় বলেন রত্না চট্টোপাধ্যায় যে ফ্ল্যাটে থাকছেন সেটা ওনার। বর্তমানে এই সম্পত্তি নিয়ে শুরু হয়েছে জল্পনা।

পাশাপাশি শোভন অভিযোগ করেছেন তার স্ত্রী রত্না তার ছেলেকে ব্যবহার করছেন তার বিরুদ্ধে অভিযোগ করার জন্য। এই মন্তব্যের পরেই গর্জে ওঠেন সপ্তর্ষি চট্টোপাধ্যায়। তিনি বলেন, ” আমি  ১৮ বছর বয়স হওয়ার পরেই মা এবং বাবার বিচ্ছেদ হয়েছে। আমি আমার মা এবং বাবা দুজনকে খুব ভালো করে চিনি। তাই আমার বিচার আমাকে করতে দেওয়া উচিত।’ এছাড়াও শোভন চট্টোপাধ্যায় বলে নিজের বাবাকে সম্বোধন করে ঋষি বললেন, বাবা ব্যস্ত তার লাভ লাইফ নিয়ে, সকলকে বোকা ভাবার এখনো কোনো কারণ ঘটেনি।