সম্প্রতি অভিনেত্রী নিজের একটি রিল ভিডিও শেয়ার করে নিয়েছেন, যেখানে শাড়ি লুকে দেখা মিলেছে তার। এই ঝলকে ব্যাকলেস ব্লাউজে সবুজে ঝকঝকে শাড়ি পরেছিলেন তিনি। খোঁপা বেঁধেই নিয়েছিলেন নুড মেকাপ। হাসিমুখে শোঅফ করেছেন হাতের রিস্ট ও পিঠের ট্যাটুও। এদিন এই গ্ল্যামারাস লুকেই নিজের গান ‘সুথরি’র তালেই রিল বানিয়েছিলেন স্বপ্না চৌধুরী যা তার ভক্তদের চোখ ধাঁদিয়ে দিয়েছে। অভিনেত্রীকে প্রশংসাতেও ভরিয়ে দিয়েছেন অনেকেই, যার একাধিক ঝলক অভিনেত্রীর শেয়ার করে নেওয়া রিল ভিডিওর কমেন্টবক্সেই মিলবে।View this post on Instagram
Video: কাপ ব্লাউজ পরা, সবুজ শাড়িতে দুষ্টু চেহারা দিল Sapna Chaudhary, গ্রামের মামারা দেখে পাগল
অভিনেত্রী স্বপ্না চৌধুরীকে হয়তো চেনেন অনেকেই। যারা চেনেন তারা জানবেন তিনি একজন অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন ভালো নৃত্যশিল্পীও, তা তার নাচ দেখলেই স্পষ্ট হবে। সোশ্যাল মিডিয়ার পাতাতেও অভিনেত্রী ভালোই সক্রিয়।…

আরও পড়ুন