Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কেউ ওনাদের প্রভাবিত করছেন, মতুয়াদের প্রসঙ্গে বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে বক্তব্য শান্তনু ঠাকুরের

তার বিরুদ্ধে মতুয়াদের ব্ল্যাকমেল করার মতো গুরুতর অভিযোগ এনেছেন বিধায়ক বিশ্বজিৎ দাস। এইবার বনগাঁ উত্তরের বিধায়কের বিরুদ্ধে পাল্টা মুখ খুললেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর৷ তোপ দাগলেন,"বিশ্বজিৎ দাসকে আমার বিরুদ্ধে বলার…

Avatar

তার বিরুদ্ধে মতুয়াদের ব্ল্যাকমেল করার মতো গুরুতর অভিযোগ এনেছেন বিধায়ক বিশ্বজিৎ দাস। এইবার বনগাঁ উত্তরের বিধায়কের বিরুদ্ধে পাল্টা মুখ খুললেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর৷ তোপ দাগলেন,”বিশ্বজিৎ দাসকে আমার বিরুদ্ধে বলার জন্য প্রভাবিত করছেন। কারা প্রভাবিত করেছেন সেটা বিশ্বজিৎ দাস আগে বলুন।”

তার সাথে ব্ল্যাকমেল প্রসঙ্গে বিধায়ক শান্তনু ঠাকুর বলেন,”সিএএ আমি নিজে আনিনি। পরোক্ষে বিশ্বজিৎ দাস (Biswajit Das) স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অপমান করছেন।” গেরুয়া শিবিরে বনগাঁ সাংগঠনিক জেলা তৈরির বিষয়ে তার সাফ বক্তব্য, “দল মনে করেছে বলে করেছে। দল মনে করেছে বলেই মতুয়াদের বার্তা দিতে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এখন নিজেকে জনপ্রতিনিধি বলে উনি এমন মন্তব্য করছেন! এমন মন্তব্য করলে তো আগামী দিনে জনপ্রতিনিধির ক্ষেত্র তৈরি হতেই সমস্যা হবে।” কটাক্ষের সুরে আরও বলেন, “সরাসরি মতুয়াদের প্রশ্ন করলেই তো পরিষ্কার হয়ে যাবে যে কে প্রতারণা করছে! আর কে কী করছে!”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রসঙ্গত উল্লেখ্য, গেরুয়া শিবিরের হঠাৎ ই বিধায়ক বিশ্বজিৎ দাস (Biswajit Das)। ‘মতুয়াদের ব্ল্যাকমেল করা হচ্ছে,’ এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন বনগাঁ উত্তরের গেরুয়া শিবিরের বিধায়ক। সরাসরি তোপ দেগেছেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের (Shantanu Thakur) বিরুদ্ধে।তিনি আরও বলেন, “যারা ভোট দিয়েছেন, তারা সবাই নাগরিক। শান্তনু ঠাকুর মতুয়াদের নিয়ে রাজনীতি করছেন। দলকে ব্ল্যাকমেইল করছেন। নিজের স্বার্থ ছাড়া মতুয়াদের কথা ভাবছেন না। অন্যদিকে ভ্যাকসিনেশন শেষ হতে প্রায় ৫ বছর লাগবে। তাহলে মতুয়ারা নাগরিকত্ব কি সেদিন পাবে? মতুয়াদের ব্ল্যাকমেল করা হচ্ছে।

About Author