Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রণবীর-আলিয়ার বিয়েতে উপস্থিত থাকছেন না সঞ্জয় দত্ত, জেনে নিন কারণ

চলতি বছরের এপ্রিল মাসেই বিয়ে করতে চলেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। বলিউডের দীর্ঘ প্রতীক্ষিত বিয়ের অনুষ্ঠান এটি। গত বছরেই এই তারকা-জুটির বিয়ে সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতির…

Avatar

চলতি বছরের এপ্রিল মাসেই বিয়ে করতে চলেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। বলিউডের দীর্ঘ প্রতীক্ষিত বিয়ের অনুষ্ঠান এটি। গত বছরেই এই তারকা-জুটির বিয়ে সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই তাদের বিয়ে পিছিয়ে গিয়েছিল। অবশেষে চলতি মাসেই নিজেদের বিয়ের তারিখ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘোষণা করেছেন এই জুটি। আগামী ১৩-১৮’ই এপ্রিলের মধ্যে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন তারা। সেইসমস্ত ছবির অপেক্ষাতেই আপাতত গোটা নেটদুনিয়া।

তবে সম্প্রতি শোনা গিয়েছে, তাদের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না বলিউডের সঞ্জুবাবা অর্থাৎ সঞ্জয় দত্ত। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই শোরগোল পড়েছে গোটা নেটদুনিয়ায়। এই খবর সারা ফেলেছে বলিউডের অন্দরেও। সূত্র মারফত জানা গিয়েছে, রণবীর-আলিয়ার এই বিগ বাজেটের বিয়েতে নিমন্ত্রণ পাননি সঞ্জয় দত্ত। তবে তিনি সম্ভবত তাদের রিসেপশন পার্টিতে উপস্থিত থাকবেন। পাঠাবেন শুভেচ্ছাবার্তাও।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

যতদূর সম্ভব জানা গেছে, আলিয়া ভাট ও রণবীর কাপুরের সাথে সম্পর্ক ভালোই ছিল সঞ্জয় দত্তের। সঞ্জয় দত্তের বায়োপিক ‘সঞ্জু’তে অভিনেতার ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল রণবীরকে। সেইসময় একাধিক সাক্ষাৎকারে তাদের একসাথে দেখা গিয়েছিল। এমনকি ছবিতে তার অভিনয়ের প্রশংসা করতে দেখা গিয়েছিল সঞ্জয় দত্তকেও। রণবীর কাপুর জানিয়েছিলেন, তার বাবা ঋষি কাপুরও এই ছবিতে তার অভিনয় দেখে খুশি হয়েছিলেন।

অন্যদিকে আলিয়া ভাটের সাথেও একই পর্দায় দেখা মিলেছে সঞ্জয় দত্তের। ‘সড়ক ২’তে অভিনেত্রীর বাবার ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। তবে এত ঘনিষ্ঠতা থাকা সত্ত্বেও কেন তাদের বিয়েতে নিমন্ত্রণ পেলেন না বলিউডের সঞ্জুবাবা? এই প্রশ্নের উত্তর খুঁজছে এখন সকলেই।

তবে আপাতত জানা যাচ্ছে, তাদের বিয়ের সমস্ত কিছুই ঠিক হয়ে গিয়েছে দুই পরিবারের তরফ থেকে। সম্ভবত বান্দ্রায় নিজেদের বাড়িতেই বিয়ের অনুষ্ঠান সারবেন তারা। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কারাণ জোহার, শাহরুখ খান, জোয়া আখতার, সঞ্জয় লীলা বানসালী, বরুণ ধাওয়ানের মতো একাধিক তারকারা। উল্লেখ্য, বিয়ের দিন আলিয়া ভাট যে পোশাকটি পরবেন সেটি ডিজাইন করেছেন সব্যসাচী নিজে।

About Author