সন্দীপ্তা সেন (sandipta sen) মানেই সংস্কারী ঘরের বৌ। অথচ রিল লাইফের বাইরে সন্দীপ্তা আর পাঁচটা মেয়ের মতোই বেড়াতে যেতে, ওয়েষ্টার্ন পোশাক পরতে পছন্দ করেন। সম্প্রতি জি বাংলার জনপ্রিয় গেম শো ‘দিদি নং 1′-এর বিশেষ পর্ব ‘বৈশাখী বাম্পার’ -এ নিজের মায়ের সঙ্গে এসেছিলেন সন্দীপ্তা। সেখানেই ‘দিদি নং 1′-এর সঞ্চালিকা রচনা ব্যানার্জি (Rachana Banerjee) তাঁকে জিজ্ঞাসা করেন, সন্দীপ্তাকে সবাই বাড়ির বৌ করতে চান, এই ব্যাপারে সন্দীপ্তার কি মত। সন্দীপ্তা মজা করে বলেন, তিনি সংসারের মায়ায় জড়াতে চান না। সন্দীপ্তার কথায় হেসে ফেলেন রচনা। প্রকৃতপক্ষে, সন্দীপ্তা জানিয়েছেন, বিয়ে নামক ইনস্টিটিউশনকে তিনি সম্মান করলেও নিজে এখনই রাজি নন বিয়ের পিঁড়িতে বসতে। 24 শে এপ্রিল জি বাংলায় রাত 9:30 -য় ‘দিদি নং 1′-এর এই বিশেষ পর্বটি সম্প্রচারিত হয়েছে। কিন্তু দর্শকরা এই পর্বটি আবারও দেখতে পারেন জি ফাইভ অ্যাপে।
সন্দীপ্তা টেলিটাউনে কেরিয়ার শুরু করেছিলেন স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘দুর্গা’য় নামভূমিকায় অভিনয়ের মাধ্যমে। এই সিরিয়ালে অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়( Gaurav chatterjee)- এর বিপরীতে অভিনয় করেছিলেন সন্দীপ্তা। এই সিরিয়ালে সন্দীপ্তার অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়েছিল। এরপর সন্দীপ্তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। তাঁর হাতে পরপর সিরিয়ালের অফার আসতে থাকে। একসময় টেলিভিশন কুইন হিসাবে পরিচিত হয়ে ওঠেন অভিনেত্রী সন্দীপ্তা সেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now
সন্দীপ্তার রিলেশনশিপ স্টেটাস নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে টেলি টাউনে। কিছুদিন আগেই অভিনেতা রাহুল(Rahul)-এর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক তৈরী হয়েছে বলে জল্পনা শুরু হয়। সেই সময় অভিনেতা রাহুলের সঙ্গে তাঁর স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা(Priyanka) -র ডিভোর্স কেস চলছিল। অনেকেই রাহুল-প্রিয়াঙ্কার ডিভোর্সের জন্য দায়ী করতে থাকেন সন্দীপ্তাকে। সেই সময় একই সিরিয়ালে অভিনয় করার সুবাদে রাহুল ও সন্দীপ্তার বন্ধুত্ব হয়েছিল। গত বছর গৌরব ও দেবলীনা(Devlina Kumar)-এর রিসেপশন পার্টিতে রাহুল ও সন্দীপ্তা একসঙ্গেই গিয়েছিলেন। সেখানে দুজনে একসঙ্গে সেলফিও তুলেছেন।