Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রাখির দিনেই পাতানো দাদাই প্রেমের প্রস্তাব দিয়েছিল, সোজাসুজি ‘না’ বলেছিলেন অভিনেত্রী সন্দীপ্তা

আসছে ১৪'ই ফেব্রুয়ারী ভ্যালেন্টাইন্স ডে। এদিন প্রেমিক-প্রেমিকাদের দিন। তবে সত্যিই কি ভালবাসার কোন দিন হয়! বোধহয় নয়। যদি তাই হতো তাহলে রাখি পূর্ণিমার দিন কেউ প্রেম নিবেদন করতেন না। অবাক…

Avatar

আসছে ১৪’ই ফেব্রুয়ারী ভ্যালেন্টাইন্স ডে। এদিন প্রেমিক-প্রেমিকাদের দিন। তবে সত্যিই কি ভালবাসার কোন দিন হয়! বোধহয় নয়। যদি তাই হতো তাহলে রাখি পূর্ণিমার দিন কেউ প্রেম নিবেদন করতেন না। অবাক হলেন! একদম অবাক হবেন না, এমন ঘটনাই ঘটেছে টলিউডের অন্যতম সুন্দরী জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা সেনের সাথে। আনন্দবাজার অনলাইনকে সাক্ষাৎকার দেওয়ার সময় তেমন কথাই জানালেন অভিনেত্রী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তিনি জানান আগে নিজের পাতানো এক দাদাকে রাখি পূর্ণিমার দিন রাখি পরাবেন বলে ঠিক করেছিলেন অভিনেত্রী। সন্দীপ্তার এমন ইচ্ছের কথা শুনেই তার সেই দাদা বেশ কিছুটা চমকে গিয়েছিলেন, তা অভিনেত্রীর কাছ থেকেই জানা গিয়েছে। সন্দীপ্তা এমন ইচ্ছে শোনার পর তিনি সোজাসুজি অভিনেত্রীকে জানিয়ে দিয়েছিলেন আর যাই হয়ে যাক তিনি তাকে কখনো বোন হিসেবে মানতে পারবেন না। আর এর পরেই সোজাসুজি তাকে প্রেমের প্রস্তাব দিয়ে বসেন, যা শুনে রীতিমতো চমকে গিয়েছিলেন অভিনেত্রী নিজেও। তবে তার প্রস্তাব সঙ্গে সঙ্গেই নাকচ করে দিয়েছিলেন অভিনেত্রী।

মঙ্গলবার ছিল প্রপোজ ডে। অভিনেত্রীর কথায় প্রপোজ ডের কথা মনে পরলেই এখনো সেই ঘটনার কথা বার বার মনে পরে যায় তার। এমন কথা সাক্ষাৎকারে জানিয়ে তিনি রীতিমতো হাসতে থাকেন। তিনি আরো জানান, তিনি প্রেমে পড়েছেন এই বিষয়টা বুঝতে তার বেশ অনেকটা সময় লেগে যায়, তাই আজ পর্যন্ত আর কাউকে তার প্রপোজ করা হয়নি।

প্রেম নিবেদনের ক্ষেত্রে মেয়েরা এখনো পিছিয়ে কিনা সেই প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান, ছোট থেকেই বলিউড কিংবা টলিউডের দৌলতে সকলের মাথায় এটাই ঢুকে গিয়েছে যে ছেলেরাই প্রথম প্রেম নিবেদন করবে। তবে তার মতে, সময় বদলেছে মেয়েরা এখন নিজেদের মনের কথা অন্যকে সাবলীল ভাবে জানাতে পারে। তারাও প্রেমের প্রস্তাব রাখতে পারে ছেলেদের সামনে।

About Author