Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

হুবহু ঋত্বিক রোশনের মতো নেচে ফেসবুকে ভাইরাল, ঝড়ের গতিতে বাড়ছে শেয়ার

কৌশিক পোল্ল্যে: তুমুল নেচে তাক লাগালেন এক দরিদ্র যুবক। তার নাচের প্রতিভা দেখলে সত্যিই অবাক হতে হয়, যদিও নিজের প্রতিভার যথোপযুক্ত দাম পান না এই ঈশ্বরপ্রদত্ত শিল্পীরা। পরনে ঢিলে জামা…

Avatar

কৌশিক পোল্ল্যে: তুমুল নেচে তাক লাগালেন এক দরিদ্র যুবক। তার নাচের প্রতিভা দেখলে সত্যিই অবাক হতে হয়, যদিও নিজের প্রতিভার যথোপযুক্ত দাম পান না এই ঈশ্বরপ্রদত্ত শিল্পীরা। পরনে ঢিলে জামা গা থেকে খুলে পড়ে যাবার জোগাড়, সাজপোশাক একেবারেই অমলিন, তবুও তার নাচ দেখলে অভিনেতা ঋত্বিক রোশনের সঙ্গে এনার হুবহু মিল পাবেন। এমনই এক প্রতিভা আবারো ভাইরাল হয়ে উঠে আসল সোশ্যাল মিডিয়ার দৌলতে।

বর্তমানে সোশ্যাল মিডিয়া একটি দর্পণ হয়ে উঠেছে, গোটা বিশ্বে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাবলী এই সোশ্যাল মাধ্যমের কারনেই সাধারন মানুষের নখদর্পণে। নানা ধরনের প্রতিভা প্রতিদিন, প্রতিনিয়ত মানুষের প্রশংসা ও সমাদর পেয়ে উঠে আসে সোশ্যালের পাতায়। এমনই আরও এক যুবকের দুর্দান্ত নাচের ভিডিও ফেসবুকে শেয়ার হতেই তা চলে যায় ভাইরালের তালিকায়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অগোছালো গোছের এই যুবকটি আসলে টিকটকের দরুন বেশ কিছু নাচের ভিডিও শ্যুট করেছে। অসামান্য, অনন্য সেই নাচ। যে কেউ দেখলেই তার নাচে মুগ্ধ হতে বাধ্য। এই টিকটক ভিডিওগুলির সম্মিলিত রূপ নিয়ে একটি ভিডিও আজকাল ভীষন ঘুরছে ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও পেজের ওয়ালে।

তার নাচের ভিডিও দেখে প্রশংসায় পঞ্চমুখ সকল নেটিজেনরা। যদিও তার অবস্থা দেখে দুঃখপ্রকাশ করেছেন অনেকেই। তাকে আর্থিক সাহায্য করার আর্জি জানিয়েছেন নেটাগরিকরা। যদিও ওই যুবকের পরিচয় সম্বন্ধে স্পষ্ট কিছু জানা সম্ভব হয়নি। তবে তার অসাধারন নাচের ভিডিও অনায়াসেই দেখে নিন নীচের পোস্টে ক্লিক করে।

About Author