Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ক্যাটরিনাকে ছেড়ে এই অভিনেত্রীর প্রেমে মজেছেন সলমন খান, তুমুল জল্পনা শুরু

বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর হলেন সলমান খান। যিনি বহুবার বহু নায়িকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। কিন্তু তার কোনওটাই ছাঁদনাতলা অবধি পৌঁছয়নি। ঐশ্বর্য রাই বচ্চন, রানি মুখার্জি, ক্যাটরিনা কাইফ সহ একাধিক নায়িকার…

Avatar

বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর হলেন সলমান খান। যিনি বহুবার বহু নায়িকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। কিন্তু তার কোনওটাই ছাঁদনাতলা অবধি পৌঁছয়নি। ঐশ্বর্য রাই বচ্চন, রানি মুখার্জি, ক্যাটরিনা কাইফ সহ একাধিক নায়িকার সঙ্গে নাম জড়াতে দেখা গিয়েছে বজরঙ্গি ভাইজানের। কিন্তু কোনও সম্পর্কই চিরস্থায়ী হয়নি। শেষ যার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন সাল্লু মিয়াঁ, তাঁর সঙ্গেও সম্পর্ক দীর্ঘস্থায়ী হল না। কথা হচ্ছে ক্যাটরিনা কাইফকে নিয়ে। যিনি সলমান খানের হাত ধরেই বলিউডে পা রেখেছেন। কিন্তু সাফল্য আসতেই সলমানের হাত ছেড়ে দেন ক্যাটরিনা। যদিও বর্তমানে ক্যামেরার সামনে বন্ধুর মত ভাব প্রকাশ করেন দুজনে, তবুও কোথাও পুরনো প্রেমের সম্পর্ক চিরের ক্ষত আজও রয়ে গিয়েছে। কিন্তু সত্যিই কি কোনও ক্ষত সলমানকে ছুঁতে পারে? কারণ, যদি কোনও প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার দুঃখ তাঁর মধ্যে থাকত, তাহলে কি তিনি কোনও এক নির্দিষ্ট নারীর প্রতি আকৃষ্ট হয়ে তাঁর সঙ্গে সাতপাকে বাঁধা পরতেন না? হয়তো এমন কোনও গভীর প্রেমের সম্পর্ক কোনও নায়িকার সঙ্গে গড়ে ওঠেনি? তাই সম্পর্কগুলো পরিণতি পায়নি। তবে এবার প্রাক্তন প্রেমিকার বোনের ওপর নিজের মন দিয়ে বসেছেন সলমান। এমনটাই বি টাউনে কান পাতলে শোনা যাচ্ছে।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে ক্যাটরিনার বোন ইসাবেলের একটি গানের ভিডিও পোস্ট করেছেন সলমান। যাতে কমেন্ট করে তিনি লিখেছেন, ‘আরে কী সুন্দর লাগছে তোমায়। গানটাও অপূর্ব। শুভেচ্ছা রইল।’ এই পোস্টের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন শুরু হয়েছে যে,তাহলে কি প্রাক্তন প্রেমিকা বোনের সৌন্দর্যে নিজের মন মজিযেছেন সলমান? এই পোস্ট কি তারই ইঙ্গিত? তবে দিদি কাটরিনা কি সলমান এবং ইসাবেলার এই সম্পর্ক যদি হয়, তা মেনে নিতে পারবেন? এই সমস্ত প্রশ্ন বর্তমানে সলমান অনুরাগীদের মনে ঘোরাফেরা করছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

https://www.instagram.com/p/CIS424iFG-6/?igshid=1al0kqh4ez8jz

যদিও কোনও কিছুই এখনও নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। কারণ, একটা সামান্য পোস্ট দেখে সম্পর্কের কথা বোধ হয় জোর দিয়ে বলা যায় না। তবে ইসাবেলের সঙ্গে সলমানের পরবর্তী ইকুয়েশন কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার। কারণ, যেই যেই নায়িকা সলমানের হাত ধরে বলিউডে পা রেখেছেন, তাঁরা কোনও না কোনও সময়ে সলমানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়েছেন। ইসাবেলার ক্ষেত্রেও ব্যাপারটা কিছুটা হলেও এক। কারণ, ক্যাটরিনার সঙ্গে যখন সলমানের সম্পর্ক ছিল, তখন সলমানের হাত ধরেই বলিউডে পা রাখেন ইসাবেল। তাহলে কি প্রাক্তন প্রেমিকার বোনের সঙ্গে পরবর্তী সম্পর্কে জড়াতে চলেছেন ভাইজান? এর উত্তর দেবে সময়।

About Author