Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সলমন খান এই অভিনেত্রীকে দিলেন তার সবচেয়ে মূল্যবান জিনিস, সামনে এসেছে নতুন প্রেমের গল্প

বলিউড অভিনেতা সালমান খানের সুপ্রিমেসি সর্বজনবিদিত। এককালে বেশিরভাগ হিন্দি ছবির প্রধান চরিত্রের ভূমিকায় অভিনয় করতেন তিনি। গোটা ক্যারিয়ারে সালমান খান অসংখ্য অভিনেত্রীর সাথে স্ক্রিন ভাগ করে নিয়েছেন। বলিউড ভাইজানের জনপ্রিয়তার…

Avatar

বলিউড অভিনেতা সালমান খানের সুপ্রিমেসি সর্বজনবিদিত। এককালে বেশিরভাগ হিন্দি ছবির প্রধান চরিত্রের ভূমিকায় অভিনয় করতেন তিনি। গোটা ক্যারিয়ারে সালমান খান অসংখ্য অভিনেত্রীর সাথে স্ক্রিন ভাগ করে নিয়েছেন। বলিউড ভাইজানের জনপ্রিয়তার কোনো সীমা নেই। এমনকি ভাইজান দেশের বাইরে বিদেশেও চর্চায় থাকেন। ভাইজানের অভিনয় দক্ষতা যেমন একদিকে চর্চায় থাকে, ঠিক তেমনই মাঝে মাঝেই তাঁর ব্যক্তিগত জীবন আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে।

বলিউড প্রেমগুরু সালমান খানের বয়স প্রায় ষাটের ঘরে পৌঁছে গেলেও, এখনও অব্দি তিনি বিয়ে করার ইচ্ছাপ্রকাশ করেননি। যৌবন বয়সে একাধিক প্রেমের সাথে নিজের নাম জড়ালেও বিয়ের মন্ডপে তা কখনোই পৌঁছায়নি। এই বয়সেও যখন বিয়ে তিনি করেননি তখন আর করার সম্ভাবনা তেমন দেখা যায় না বললেই চলে। আর ঠিক এই কারণেই বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলরের তকমা পেয়েছেন ভাইজান। তবে সম্প্রতি এমনই এক খবর প্রকাশ্যে এসেছে যা হয়তো সালমান খানের নামের সাথে ব্যাচেলার তকমা মিটিয়ে দিতে পারে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সম্প্রতি সোশ্যাল মিডিয়ার নতুন গুঞ্জন সালমান খানের নতুন সম্পর্ক নিয়ে। জানা যাচ্ছে বলিউডের এক জনপ্রিয় অভিনেত্রীর সাথে ঘনিষ্ঠতা বেড়েছে ভাইজানের। এমনকি ওই অভিনেত্রীর সাথে সালমান খান অনেক সময় কাটাচ্ছেন এবং অভিনেত্রী সাল্লু ভাইয়ের হৃদয়ের খুব কাছে চলে এসেছেন। তবে একটা ব্যাপার শুনলে আপনি বেশ অবাক হবেন। সালমান খান ওই অভিনেত্রীকে নিজের খুব একটি প্রিয় জিনিস দিয়ে দিয়েছেন। এটা দেখার পর নেটিজেনরা তো বিশ্বাসই করতে পারেনি।

কী দিয়েছেন ভাইজান? আসলে সালমান খান অনুরাগীদের সকলেই জানেন যে ভাইজান একটি বহু মূল্যবান ব্রেসলেট করেন। এটি তাঁর খুব প্রিয়। এমনকি ওই ব্রেসলেট সাল্লু ভাইয়ের সিগনেচার স্টাইল বলে ধরা হয়। কিন্তু সম্প্রতি অভিনেতা সেই ব্রেসলেট দিয়ে দিয়েছেন অভিনেত্রীকে। কে সেই অভিনেত্রী? নিশ্চয়ই জানতে কৌতুহল হচ্ছে। আপনাদের বলে রাখি, যে অভিনেত্রীর সাথে ভাইজান অনেক সময় কাটাচ্ছেন তিনি আর কেউ নন, জনপ্রিয় বলিউড অভিনেত্রী পূজা হেগড়ে। সালমান খানের কাছে পূজা এতটাই প্রিয় হয়ে উঠেছেন যে তিনি তার প্রাণের থেকেও পছন্দ ব্রেসলেটটি তাকে দিয়ে দিয়েছেন।

আসলে সালমান খান এবং পূজা হেগড়ে সম্প্রতি একটি বলিউড সিনেমার শুটিংয়ে কাজ করছেন। সিনেমাটির নাম, ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’। সিনেমার শুটিংয়ের জন্য দুই তারকা একসাথে অনেক সময় কাটাচ্ছেন। তবে পূজাকে সাল্লু ভাই তার ব্রেসলেট দিয়ে সকলকে অবাক করে দিয়েছেন। তাই নেটিজেনদের একাংশ মনে করছেন অবশেষে হয়তো সালমান খান, পূজা হেগড়ের প্রেমে পড়েছেন।

About Author