Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রানু মন্ডলকে বড়সড় চমক দিলেন সালমান খান, জানেন কি করতে চলেছেন সালমান?

সোশাল মিডিয়া! এই সোশাল মিডিয়াই রাণু মন্ডলকে নিয়ে গেল রানাঘাট থেকে মুম্বই, রেলওয়ে স্টেশন থেকে বলিউড। নিজের প্রতিভা ও ভাগ্যের জোড়ে হিমেশ রেশমিয়ার রেকর্ডিং স্টুডিওতে গান রেকর্ড করলেন তিনি। স্টেশনে…

Avatar

সোশাল মিডিয়া! এই সোশাল মিডিয়াই রাণু মন্ডলকে নিয়ে গেল রানাঘাট থেকে মুম্বই, রেলওয়ে স্টেশন থেকে বলিউড। নিজের প্রতিভা ও ভাগ্যের জোড়ে হিমেশ রেশমিয়ার রেকর্ডিং স্টুডিওতে গান রেকর্ড করলেন তিনি। স্টেশনে গান গাওয়া থেকে এখন বলিউড এ প্লেব্যাক সিঙ্গিং করেছেন তিনি। এক ভিডিওতেই ভাইরাল হওয়া রাণু এখন টক অফ দ্য টাউন৷ তবে আর পিছু ফিরে দেখছেন না রাণু মণ্ডল। এবার আর শুধু প্লেব্যাক করেই থেমে থাকছেন না রাণু৷ এবার বিগবসের নতুন সিজনে দেখতে পাওয়া যেতে পারে রাণুকে, এমনটাই জানা গেছে৷ শোনা গিয়েছে, সালমান খান নাকি রাণুকে বিগবসে দেখার ইচ্ছে প্রকাশ করেছেন৷ তবে শেষমেষ বড়সড় চমক দিলেন সালমান খান। রানু মন্ডলকে উপহার দিলেন একটি বিলাসবহুল বাড়ি। যার মূল্য প্রায় কোটি টাকার সমান। এমনিতেই সালমান খান সমাজসেবা করার জন্য বরাবরেই পরিচিত। এবারেও আরেক দৃষ্টান্ত তুলে ধরলেন তিনি।

About Author