ভারতবার্তা ওয়েবডেস্ক: করোনার জেরে তৃতীয় দফার লকডাউন ঘোষিত হয়েছে দেশজুড়ে। ফলে স্বাভাবিকভাবেই গৃহবন্দী রয়েছেন সাধারণ মানুষ। কিন্তু এই বলিউড তারকা গৃহবন্দী নয়, নিজেকে ফার্মহাউসবন্দী করে রেখেছেন। তিনি আর কেউ নন, সকলের পরিচিত সলমান খান।
জানা গেছে লকডাউন শুরুর দিন থেকেই তিনি রয়েছেন মুম্বইয়ের পানভেলের একটি ফার্মহাউসে। তবে এটি যে সে ফার্মহাউস নয়, রীতিমতো একটি গ্রামের সমান। ভেতরে রয়েছে চাষের ক্ষেত, সবজির বাগান এমনকি আলাদা আলাদা মরশুমি ফলের বাগানও। শুধু তাই নয় রয়েছে পুকুর ভরা মাছ, সাথে পোলট্রি ফার্ম। এছাড়া ঘোড়া চলে এমন ময়দানও রয়েছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowঅন্যদিকে ভেতরের পরিবেশ ফাইভ স্টার হোটেলকেও হার মানায়। ভেতরে ঢুকলেই প্রথমে নজরে আসবে বড়সড় স্যুইমিং পুল। কাঁচে ঘেরা বৈঠকখানা হোক বা শরীর চর্চার জিমখানা সবকিছুই যেন নজরকাড়া। জানা গেছে জিমখানাতেই বেশিরভাগ সময় কাটাতে পছন্দ করেন তিনি।
তবে এমন মনোরম পরিবেশে তিনি একা নন, সাথে রয়েছে বান্ধবী ইউলিয়া ভান্তুর এবং অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত বেশ কয়েকটি ছবিতে দেখা যাচ্ছে বেশ আনন্দেই দিন কাটাচ্ছেন তিনি।