Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Salman Khan : জন্মদিন শেষ হতেই সলমনের হাতে এল অটো! বেরিয়ে পড়লেন ভিড় রাস্তায়,রইলো ভিডিও

চলতি সপ্তাহেই পানভেলের ফার্ম হাউজে নিজের ৫৬ বছরের জন্মদিন ধুমধাম করে উদযাপন করলেন বলিউডের সুপারস্টার সলমন খান। সিনেমা হোক কিংবা কন্ট্রোভার্সি বা সমাজমূলক কোনো কাজ বরাবরই সংবাদের শিরোনামে থাকেন সলমন…

Avatar

By

চলতি সপ্তাহেই পানভেলের ফার্ম হাউজে নিজের ৫৬ বছরের জন্মদিন ধুমধাম করে উদযাপন করলেন বলিউডের সুপারস্টার সলমন খান। সিনেমা হোক কিংবা কন্ট্রোভার্সি বা সমাজমূলক কোনো কাজ বরাবরই সংবাদের শিরোনামে থাকেন সলমন খান। এই যেমন সম্পৃ পানভেলের ভিড় রাস্তায় সকলের প্রিয় ভাইজানকে দেখা গেল এক্কেবারে অন্য মুডে। এবার অভিনেতা রিল নয় বাস্তবে অটো চালালেন। জনবহুল রাস্তা দিয়েই চলল অভিনেতার নতুন যান অটো। 

২৭ ডিসেম্বর ৫৬ তম জন্মদন পালন করতে ভাইজান সপরিবারে চলে যান পানভেলের ফার্ম হাউজে। তাঁর জন্মদিনের পার্টিতে পরিবার থেকে বন্ধু চাঁদের হাট বসেছিল। এদিন পার্টিতে ছিলেন সলমনের চর্চিত প্রেমিকা লুলিয়া, প্রাক্তন প্রেমিকা সঙ্গীতা বিজলানি, সইফ পুত্র ইব্রাহিম, জেনেলিয়া-রীতেশ, ববি দওলদের মতো বহু তারকাখচিত চেহারা। আর অভিনেতার প্রাপ্ত গিফট তালিকা ছিল দেখার মতো। এমনকি অভিনেতার প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনাও সলমনের জন্য পাঠিয়েছিলেন সোনার ব্রেসলেট, যার আনুমানিক দাম ২-৩ লক্ষ টাকা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ভাইজান এক সংবাদমাধ্যমে জানিয়েছিলেন নতুন বছর অবধি তিনি থাকবেন পানভেলেই। এরমাঝেই বছর শেষে এক সকালে সবাইকে অবাক করে পানভেলে অটো চালাতে শুরু করলেন তিনি। সলমনকে রাস্তায় দেখে আরও ভিড় জমে যায়। আর অনুরাগীরা ছবি ও ভিডিয়ো তুলতে থাকেন সুপারস্টারের।  ভাইরাল হওয়া সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে ভাইজানের পরণে রয়েছে হাফ প‍্যান্ট, টি-শার্ট ও মাথায় টুপি৷ তিনি অটোর চালকের আসনে বসে রয়েছেন। বেশ দক্ষ হাতেই হাসি মুখে অটো চালাচ্ছেন। এই প্রথম নয় এর আগেও তাঁকে মুম্বইয়ের রাস্তায় অটোতে সাওয়ার হতো দেখা গিয়েছে।

ভাইরাল হওয়া এই ভিডিয়ো সামনে আসতে কেউ কেউ যেমন ভাইজানের ‘ডাউন টু আর্থ’ স্বভাবের প্রশংসা করেছেন। তেমন কেউ আবার আবার ভাইজানকে কটাক্ষ করতে ছাড়েননি। অনেকে সেই বিতর্কিত-বহু পুরনো সেই ‘গাড়ি দুর্ঘটনা’ তুলতে ছাড়েননি।

About Author