Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নোরার সঙ্গে তুমুল নাচ, নাচতে নাচতে সিঁড়ি দিয়ে পড়ে গেলেন সলমন, ফাঁস হল ভিডিও

সলমন খান (salman khan ) মানেই এন্টারটেনমেন্ট। 21 শে ফেব্রুয়ারি যখন সমগ্র দেশের উৎকন্ঠায় ভরা চোখ অপেক্ষা করছে ‘বিগ বস 14'-র বিজয়ীর, তখন টেনশনে ভরা পরিস্থিতি হালকা করার জন্য ‘বিগ…

Avatar

সলমন খান (salman khan ) মানেই এন্টারটেনমেন্ট। 21 শে ফেব্রুয়ারি যখন সমগ্র দেশের উৎকন্ঠায় ভরা চোখ অপেক্ষা করছে ‘বিগ বস 14′-র বিজয়ীর, তখন টেনশনে ভরা পরিস্থিতি হালকা করার জন্য ‘বিগ বস’-এর প্রাক্তন প্রতিযোগী ও বলিউডের বিখ্যাত ডান্সার নোরা ফতেহি (Nora Fatehi) হাজির হলেন গ্র‍্যান্ড ফিনালের মঞ্চে। ‘গর্মি’ গানে নোরার সঙ্গে নাচতে গিয়ে মাটিতে শুয়ে পড়ে নাচতে নাচতে সিঁড়ি দিয়ে নামতে থাকেন সলমন। কিন্তু হঠাৎই টাল সামলাতে না পেরে পড়ে যান ‘ভাইজান’। নোরা তাড়াতাড়ি এগিয়ে এসে সলমনকে রক্ষা করলেও ততক্ষণে চারিদিকে উঠেছে হাসির রোল। সলমন নিজেও এতটুকু অপ্রস্তুত না হয়ে হাসতে থাকেন। প্রকৃতপক্ষে সলমন পুরো ঘটনাটাই ঘটিয়েছিলেন পরিবেশকে হালকা করার জন্য এবং দর্শকদের আনন্দ দেওয়ার জন্য। তবে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি ভাইরাল হয়েছে।

নোরার সঙ্গে তুমুল নাচ, নাচতে নাচতে সিঁড়ি দিয়ে পড়ে গেলেন সলমন, ফাঁস হল ভিডিও

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এদিন ‘বিগ বস 14′-এর বিজয়িনী হলেন অভিনেত্রী রুবিনা দিলায়েক (Rubina Dilayak)। ফার্স্ট রানার আপ হলেন রাহুল বৈদ‍্য (Rahul vaid)। ‘ড্রামা কুইন’ রাখি সাওয়ান্ত আগেই চৌদ্দ লাখ টাকা নিয়ে শো থেকে বেরিয়ে যান। এদিন গ্র‍্যান্ড ফিনালের মঞ্চে সেরা প্রাপ্তি ছিল বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র (Dharmendra)-র উপস্থিতি।

অপেক্ষাকৃত কম ভোট পেয়ে গ্র‍্যান্ড ফিনালের রেস থেকে বেরিয়ে গিয়েছিলেন নিকি তম্বোলী (Nikki Tamboli) এবং আলি গোনি (Aly goni)। ‘বিগ বস-14′-এর বিজয়িনী হওয়ার পর রুবিনা একটি ইন্সটাগ্রাম ভিডিওর মাধ্যমে সমস্ত দর্শক ও শুভাকাঙ্খীদের ধন্যবাদ জানিয়েছেন।

About Author