Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

করিনার প্রথম প্রেম নয় সাইফ, পরিবারের অমতে বিয়ে করে এখন অনুতপ্ত অভিনেত্রী

বলিউড জগতের এক বড় নাম সাইফ আলি খান। একাধিক হিট ফিল্মে অভিনয় করে লাখ লাখ ভারতবাসীর প্রিয় তারকা হয়ে উঠেছেন তিনি। ভারত ভূখণ্ড ছাড়িয়ে গিয়ে বিদেশের মাটিতেও যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে…

Avatar

বলিউড জগতের এক বড় নাম সাইফ আলি খান। একাধিক হিট ফিল্মে অভিনয় করে লাখ লাখ ভারতবাসীর প্রিয় তারকা হয়ে উঠেছেন তিনি। ভারত ভূখণ্ড ছাড়িয়ে গিয়ে বিদেশের মাটিতেও যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে সাইফ আলি খানের। জনপ্রিয়তার পাশাপাশি অর্থের কোনো অভাব নেই এই বলি তারকার। তাই তো বেশ বিলাসবহুল জীবনযাপন করে থাকেন তিনি। পাশাপাশি তারকার ব্যক্তিগত জীবনের দিকে উঁকি মারলে দেখা যায়, সাইফ আলি খান দুইবার বিয়ে করেছেন এবং তার চার সন্তান রয়েছে।

মোটামুটি সকলেই জানেন প্রথমে অমৃতা সিংয়ের সাথে বিয়ে করেছিলেন সাইফ আলি খান। অমৃতা সাইফের দুই সন্তান রয়েছে। তাঁরা হলেন সারা আলি খান এবং ইব্রাহিম আলি খান। এরপর অমৃতা সিংয়ের সাথে বিবাহ বিচ্ছেদ হলে সাইফ আলি খান বিয়ে করেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী কারিনা কাপুরকে। বর্তমানে সাইফ-কারিনার দুই সন্তান রয়েছে। তারা হলেন তৈমুর এবং জাহাঙ্গীর। কিছুদিন আগেই জন্ম নিয়েছে জাহাঙ্গীর। তবে আপনি কি জানেন করিনা কাপুরের পরিবারের সদস্যরা সাইফকে বাড়ির জামাই করতে চাননি। আজকাল সোশ্যাল মিডিয়াতে এই বিষয় নিয়ে তুমুল চর্চা চলছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

করিনার প্রথম প্রেম নয় সাইফ, পরিবারের অমতে বিয়ে করে এখন অনুতপ্ত অভিনেত্রী

আসলে করিনা কাপুরকে বিয়ে করার আগেই সাইফ আলী খানের অমৃতা সিংয়ের তরফ থেকে দুই সন্তান ছিল। সেই জন্যই প্রথম প্রথম বেবোর পরিবার চাইনি যে তাঁদের মেয়ে কারুর দ্বিতীয় স্ত্রী হোক। এছাড়াও সম্প্রতি জানা যাচ্ছে করিনা কাপুরের প্রথম প্রেম সাইফ নয়। তিনি সাইফকে এক বিশেষ কারণে বিয়ে করেন। আসলে এই সমস্তর পেছনে ছিল আরেক জনপ্রিয় বলিউড অভিনেতা।

আপনি শুনলে অবাক হবেন যে করিনা কাপুরের প্রথম প্রেম ছিল জনপ্রিয় বলিউড অভিনেতা শাহিদ কাপুর। তারা একে অপরের সাথে অনেক সময় কাটাতেন। কিন্তু কিছু সমস্যার জন্য তাদের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। এরপর বেবো সাইফকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। কিন্তু তাতে একদম সম্মতি ছিল না করিনার পরিবারের। বলা যেতে পারে পরিবারের অমতে বিয়ে করেন অভিনেত্রী। তবে এখন বিয়ের কিছু বছর পর সাইফ এর সাথে থেকে বেশ বিরক্ত করিনা কাপুর। একথা তিনি নিজেই স্বীকার করেছেন এক সাক্ষাৎকারে।

বিয়ের পর এখন আফসোস করছেন করিনা কাপুর। কিন্তু কেন? আসলে সাইফ আলী খানকে বিয়ে করার পর কয়েক বছরের মধ্যে দুই সন্তানের জন্ম দিয়েছেন করিনা কাপুর। দুই সন্তানের জন্মের পর তিনি এখন মোটেও ফিট নয়। আগের মত ফিট হতে করিনা কাপুরকে কঠোর পরিশ্রম করতে হবে এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। এছাড়া বর্তমানে কোনো সিনেমাতেও কাজ পাচ্ছেন না করিনা কাপুর। তাই অনেকেই মনে করছেন চলচ্চিত্র ক্যারিয়ার শেষ হওয়ার পরিস্থিতি হওয়ায় সাইফকে বিয়ে করে বেশ অনুতপ্ত বেবো।

About Author