Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

৮০০ কোটি টাকা দিয়ে পতৌদি রাজপ্রাসাদ পুনরুদ্ধার করলেন সাইফ আলি খান

পৈতৃকসম্পত্তি কে হাতছাড়া করতে চায় বলুন তো? সম্পত্তির পরিমান ও মূল্য যাই হোক না কেন এর উপর অধিকার বরাবর থাকে প্রতিটা প্রজন্মের। এক্ষেত্রেও কোন আলাদা কিছু নয়, তাই এবারে বলিউডের…

Avatar

পৈতৃকসম্পত্তি কে হাতছাড়া করতে চায় বলুন তো? সম্পত্তির পরিমান ও মূল্য যাই হোক না কেন এর উপর অধিকার বরাবর থাকে প্রতিটা প্রজন্মের। এক্ষেত্রেও কোন আলাদা কিছু নয়, তাই এবারে বলিউডের অভিনেতা সাইফ আলি খান ৮০০ কোটি টাকা মূল্য চোকালেন তাঁর পৈতৃক সম্পত্তি ফিরে পাওয়ার জন্য। ‘পতৌদি রাজপ্রাসাদ’ পৈতৃক সম্পত্তি হলে তার জন্য ৮০০ কোটি টাকা কেন দিতে হচ্ছে?মনসুর আলি খান পতৌদির মৃত্যুর পর নীমরানা হোটেল চেনের মালিকরা তা লিজে নেন। বাবা মনসুর আলি খান পতৌদির মৃত্যুর সময় একটি হোটেল কোম্পানিকে লিজে দেওয়া ছিল পতৌদি রাজপ্রাসাদ। এবারে এই রাজপ্রসাদ ফিরে পাওয়ার জন্য গুনে গুনে ৮০০ কোটি টাকা দিতে হয় সাইফ আলি খানকে। সংশ্লিষ্ট গ্রুপের কাছে ২০০৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত লিজে দেওয়া ছিল পতৌদি রাজপ্রাসাদ। এবারে সেই প্রাসাদ সম্পূর্ণ ভাবে নিজের করে নিলেন সাইফ আলি খান। বর্তমানে, করিনা কাপুর খান, তৈমুর ও সাইফ তিনজনেই অবসর সময় কাটাচ্ছেন এখানে।৮০০ কোটি টাকা দিয়ে পতৌদি রাজপ্রাসাদ পুনরুদ্ধার করলেন সাইফ আলি খানজানতে চান কেমন এই রাজপ্রাসাদ? প্রায় ১০ একর জমিতে তৈরি হয়েছে পতৌদি রাজপ্রাসাদ। যেখানে রয়েছে ১৫০টি বড় বড় ঘর, ৭টি শোয়ার ঘর, এবং ৭টি হলঘর। আছে ৭টি বিলিয়ার্ড খেলার ঘরও। এই রাজপ্রাসাদেই বহু হিন্দি সিনেমার শ্যুটিং হয়েছে। ‘বীর জারা’, ‘মঙ্গল পান্ডে’, ‘মেরে ব্রাদার কি দুলহান’-সহ একাধিক সিনেমার শ্যুটিং করা হয়েছে পতৌদিদের এই রাজপ্রাসাদে।৮০০ কোটি টাকা দিয়ে পতৌদি রাজপ্রাসাদ পুনরুদ্ধার করলেন সাইফ আলি খান
About Author