Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

জানুয়ারিতেই অসমে চালু হতে চলেছে রূপসী বিমানবন্দর

অসম: আগামী বছরের শুরুতেই অসমে চালু হতে চলেছে রূপসী বিমানবন্দর। রিজিওনাল কানেক্টিভিটি সার্ভিস বা আরসিএসের আওতায় এই বিমানবন্দর চালু হতে চলেছে অসমে। ৬৯ কোটি টাকা খরচ হয়েছে এই বিমানবন্দরটি তৈরি…

Avatar

অসম: আগামী বছরের শুরুতেই অসমে চালু হতে চলেছে রূপসী বিমানবন্দর। রিজিওনাল কানেক্টিভিটি সার্ভিস বা আরসিএসের আওতায় এই বিমানবন্দর চালু হতে চলেছে অসমে। ৬৯ কোটি টাকা খরচ হয়েছে এই বিমানবন্দরটি তৈরি করতে। অসমের কোকরাঝাড়ে এই বিমানবন্দরটি চালু হতে চলেছে, যেখানে বাণিজ্যিক উড়ান ওঠানামা করার জন্য ইতিমধ্যেই প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়া গিয়েছে। ৩৩৭ একর জমি নিয়ে তৈরি ওই বিমানবন্দরের মাধ্যমে পশ্চিমবঙ্গ এবং নিম্ন অসমের যোগাযোগ আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

এছাড়াও গুয়াহাটি, মেঘালয়, বঙ্গাইগাঁও, ধুবুড়ি এই সব এলাকার যাত্রীদের এই বিমানবন্দর চালু হলে যাতায়াতে আগের থেকে বেশি সুবিধে হবে বলে মনে করছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ দফতর। জানা গিয়েছে, ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে এই বিমানবন্দর তৈরি ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল। মাত্র দু’বছরের মধ্যেই এত বড় একটি বিমানবন্দর তৈরি করা হয়ে গিয়েছে। চালু হওয়াটা এখন শুধুই সময়ের অপেক্ষা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

নয়া এই বিমানবন্দরে প্রায় ৩৫০০ বর্গফুটের টার্মিনাল বিল্ডিং তৈরি হয়েছে। থাকছে ১০টি চেক-ইন কাউন্টার। এ ছাড়াও ব্যস্ত সময়ে প্রায় দু’শো যাত্রীকে একসঙ্গে পরিষেবা দিতে পারবে এই বিমানবন্দর। নতুন তৈরি এই বিমাব্যন্দরের রানওয়ে এটিআর-৭২ এয়ারক্রাফ্টেরই উপযোগী। জঙ্গলে ঘেরা এই বিমানবন্দরে প্রায় ২০০ গাড়ি দাঁড়াতে পারবে এমন পার্কিং লটও তৈরি করা হয়েছে। এ ছাড়াও বিমানবন্দরে রয়েছে এটিসি টাওয়ার, টার্মিনাল বিল্ডিং, রেন ওয়াটার হার্ভেস্টিং সিস্টেম এবং আরও অনেক কিছু। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জানুয়ারি মাস থেকেই এই বিমানবন্দরে বিমান ওঠানামা করতে শুরু করবে বলে আশা করছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক।

About Author