Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আবারও রানু মন্ডলের নতুন গান! দেখুন ভিডিও

Updated :  Monday, September 9, 2019 7:10 PM

বর্তমানে রাণু মণ্ডল স্টার সিঙ্গার। দেশবাসী সবাই মুগ্ধ রাণুর গানে। রানাঘাট স্টেশন থেকে সফর শুরু তাঁর। বলিউডে গিয়ে হিশেম রেশমিয়ার সুরে গান গেয়েছেন তিনি। হিমেশ অভিনীত ছবি হ্যাপি হার্ডি এন্ড হীরের জন্য তেরি মেরি কাহিনি গানটি গেয়েছেন তিনি। এখন সেই গানটি সোশাল মিডিয়ায় ভাইরাল। গানটি রিলিজ হাওয়ার পর থেকেই বিপুল হারে ভিউ বাড়ছে। এই গানটির পরে আবার রাণু মণ্ডলের গাওয়া আর একটি গান সামনে এলো। সঙ্গে আবার হিমেশ রেশমিয়া।

গানটির রেকর্ডিং-এর সময় সকলেই তা দেখেছেন। তবে এবার গানটি হিমেশেরই গাওয়া একটি জনপ্রিয় হিন্দি গানের রিমেক। গানটির ভিডিও সামনে এসেছে। হিমেশ অভিনীত ছবির জন্যেই গানটি গেয়েছেন রাণু। ৩৬ চায়না টাউন ছবির গান আশিকি কি মে তেরি, জায়েগি জান মেরি গানটির  রিমেক করছেন হিমেশ৷ রাণু মণ্ডলের গাওয়া এই রিমেক গানটি সোশাল মিডিয়াতে আসতেই ভাইরাল হয়ে গিয়েছে।