পলাতক রাজীব কুমার? নবান্নে হানা CBI এর

Advertisement

Advertisement

অরূপ মাহাত: রাজীব কুমারের খোঁজে নবান্নে সিবিআই। বেশ কিছু দিন ধরেই আত্মগোপন করে রয়েছেন রাজ্য প্রশাসনের পদস্থ পুলিশকর্তা রাজীব কুমার। সারদা মামলায় জিজ্ঞাসাবাদের প্রয়োজনে বারবার তাঁর সাথে যোগাযোগ করার চেষ্টা ব্যর্থ হলে রাজ্য প্রশাসনের দারস্থ হয় সিবিআই। গতকাল, রবিবার চিঠি দিয়ে রাজীব কুমারের সম্পর্কে জানতে চাওয়া হয়। কাজে যোগ না দিয়ে ছুটিতে থাকলে ছুটির বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়। কতদিনের ছুটিতে রয়েছেন সে বিষয়েও তথ্য চাওয়া হয় চিঠিতে।

Advertisement

সিবিআই জানিয়েছে, আজ সোমবার আবারও চিঠি পাঠানো হবে নবান্নে। ডিজি-কে চিঠি দিয়ে আইপিএস রাজীব কুমারের ছুটির বিষয়ে জানতে চাওয়া হয়৷ একই সাথে আজ দুপুর ২ টায় রাজীব কুমারকে সিজিও কমপ্লেক্সে পাঠাতে বলা হয়৷ এবং সিবিআই-এর তরফে আজ ফের রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে চিঠি দেওয়া হয়। তবে রাজীব কুমারও আইনি প্রস্তুতি নিচ্ছে বলে জানা যাচ্ছে।

Advertisement

অন্যদিকে, আগের বারের ঘটনার কথা মাথায় রেখে আজ, সোমবার সিজিও কমপ্লেক্সের নিরাপত্তা বাড়ানো হয়েছে। ১ কোম্পানি বাহিনী ইতিমধ্যে নিয়োগ করা হয়েছে। আনা হচ্ছে আরও ১৩৫ সিআরপিএফ জওয়ান।

Advertisement

Recent Posts