Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Royal Enfiled-এর এই দুটি নতুন বাইক বাজারে আলোড়ন সৃষ্টি করতে আসছে, দেখে আপনিও পাগল হয়ে যাবেন

রয়্যাল এনফিল্ড দুটি নতুন মোটরসাইকেল তৈরি করতে চলেছে। এর মধ্যে হবে আপডেটেড Classic 350 ও Classic 650 বাইক। দুটি বাইকের নতুন মডেল এই বছরেই ভারতে লঞ্চ হবে। আসন্ন Classic 350…

Avatar

রয়্যাল এনফিল্ড দুটি নতুন মোটরসাইকেল তৈরি করতে চলেছে। এর মধ্যে হবে আপডেটেড Classic 350 ও Classic 650 বাইক। দুটি বাইকের নতুন মডেল এই বছরেই ভারতে লঞ্চ হবে। আসন্ন Classic 350 বাইকটিকে আকর্ষণীয় করে তুলতে তাদের কসমেটিক ডিজাইন যেমন উন্নত করা যেতে পারে, তেমনি এতে নতুন কিছু ফিচার যুক্ত করা যেতে পারে। এতে নতুন কিছু ফিচার ও ডিজাইন আপডেট করা যাবে। বাইকটির আপডেটেড মডেল তৈরি করা হবে নতুন ‘জে’ প্ল্যাটফর্মে। বাইকটিতে সম্পূর্ণ এলইডি লাইটিং, টিউবলেস টায়ার এবং নতুন অ্যালয় হুইল দেওয়া হবে।

নতুন Royal Enfield Classic 350 বাইকে 349cc সিঙ্গল সিলিন্ডার এয়ার-কুলড, ফুয়েল ইনজেকটেড ইঞ্জিন থাকবে। এই ইঞ্জিনটি 20.2 বিএইচপি শক্তি এবং 27 এনএম টর্ক উৎপন্ন করতে পারে। একই সেটআপ পাওয়া যায় রয়্যাল এনফিল্ড মেটিওরেও। ইঞ্জিনের সাথে কম্পন নিয়ন্ত্রণ করতে একটি কাউন্টার-ব্যালেন্সার শ্যাফ্ট সরবরাহ করা হয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Royal Enfield New Bike

বাইকটির সামনের দিকে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে টুইন গ্যাস চার্জড সাসপেনশন থাকবে। এ ছাড়া সামনে ও পেছনে ডিস্ক ব্রেক এবং ডুয়াল চ্যানেল এবিএস দেওয়া যাবে। বর্তমানে, নতুন ক্লাসিক 350 এবং ক্লাসিক 650 বাইক উভয়ের দাম প্রকাশ করা হয়নি। তবে মনে করা হচ্ছে ২০২৪ সালের Royal Enfield Classic 350 এর দাম বর্তমান মডেলের মতোই থাকবে। বর্তমানে বাইকটির দাম ১.৯৩ লক্ষ টাকা, এক্স শোরুম। Royal Enfield Classic 650 এর দাম হল ৩ লাখ থেকে ৩.৭ লক্ষ টাকার মধ্যে হতে পারে। এই দাম হবে এক্স-শোরুম অনুযায়ী।

About Author