Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

জুলাইয়ে ভারতের বাজারে আসতে চলেছে Royal Enfield-এর নতুন বাইক

Updated :  Friday, May 29, 2020 4:04 PM

এই মুহূর্তে ভারত করোনা থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে। একইসাথে পরের কয়েক মাস ধরে বেশ কিছু দুর্দান্ত লঞ্চ হওয়ারও সম্ভাবনা রয়েছে। এর মধ্যে জনপ্রিয় মোটরবাইক প্রস্তুতকারক ‘রয়্যাল এনফিল্ড’র একটি বাইকও রয়েছে। জানা গিয়েছে আগামী জুলাইয়ের দ্বিতীয়ার্ধে ভারতের বাজারে RE Meteor 350 লঞ্চ করতে চলেছে এই সংস্থা।

যদিও আসন্ন বাইকটি সম্পর্কে এই সংস্থা বিস্তারিত জানায়নি, তবে বিভিন্ন মাধ্যম থেকে জানা যাচ্ছে এই বাইকটি ‘Royal Enfield Thunderbird 350’ টির পরিবর্তে আসতে চলেছে। তবে বাইকটিতে আগের মতো 350 cc ইঞ্জিন ব্যবহার করা হবে কিনা সেই বিষয়ে স্পষ্ট জানা যায়নি।

যদিও এই সংস্থার তরফে কোনো ছবি প্রকাশ করা হয়নি, তবে ইন্টারনেটে ফাঁস হওয়া ছবি থেকে বাইকটির বৈশিষ্ট্য সম্পর্কে আন্দাজ করা যাচ্ছে। ছবি অনুযায়ী বাইকটিতে দুটি সার্কুলার ইউনিট রয়েছে। এছাড়া ব্লুটুথ সুবিধা থাকার কারণে এটি বেশ স্ট্যান্ডার্ড হয়ে উঠেছে।

ভারতে এটির দাম পুরনো ‘Royal Enfield Thunderbird 350’ মডেলটির মতো হবে বলেই আশা করা হচ্ছে। সেরকম হলে বাইকটির দাম হবে ১.৬ লাখের কাছাকাছি।