Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

অর্ধেকের থেকেও কম দামে বাড়ি নিয়ে আসুন রয়্যাল এনফিল্ড ইলেক্ট্রা ৩৫০ বাইকটি, জেনে নিন বিস্তারে

Updated :  Sunday, April 17, 2022 7:49 PM

ভারতের বাজারে মোটরসাইকেলের কোম্পানি হিসেবে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে রয়্যাল এনফিল্ড এর। তাঁদের ক্লাসিক ৩৫০ বাইকটি প্রত্যেকের কাছেই একটু আলাদা ধরনের সম্মান পায়। সম্প্রতি বাজাজ এবং ট্র্যাম্প কোম্পানির সাথে প্রতিযোগিতায় নেমে রয়্যাল এনফিল্ড একাধিক নতুন নতুন বাইক লঞ্চ করছে। ক্রুজার বাইক বিভাগে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে রয়্যাল এনফিল্ড ইলেক্ট্রা ৩৫০ এর। বাইকটির ভিন্টেজ লুক এবং শক্তিশালী ইঞ্জিনের জন্য সকলের খুব পছন্দের বাইক এটি।

এই রয়্যাল এনফিল্ড ইলেক্ট্রা ৩৫০ বাইকে ৩৪৬ সিসির একটি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে যা ১৯.৩৬ bhp শক্তি ও ২৮ Nm টর্ক উৎপাদন করতে পারে। এই বাইকে ৫ স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স রয়েছেন। কোম্পানি দাবি করে তাঁদের রয়্যাল এনফিল্ড ইলেক্ট্রা ৩৫০ বাইক প্রায় ৫৩.৪ কিলোমিটার মাইলেজ দেয়।

বর্তমানে রয়্যাল এনফিল্ড ইলেক্ট্রা ৩৫০ বাইকটির এক্স শোরুম মূল্য ১.৪৫ লাখ টাকা। এর টপ মডেলের দাম প্রায় ১.৬০ লাখ টাকা। তবে আপনাকে যদি জানানো হয় যে এক্স শোরুম মূল্যের প্রায় অর্ধেক দামে আপনি এই দুর্দান্ত বাইকটি বাড়িতে নিয়ে আসতে পারবেন, নিশ্চয়ই অবাক হবেন। আসলে কিছু অনলাইন পুরনো টু হুইলার ট্রেডিং ওয়েবসাইটে এই বাইকটি অত্যন্ত কম মূল্যে পাওয়া যাচ্ছে। BIKES4SALE নামক একটি ওয়েবসাইটে রয়্যাল এনফিল্ড ইলেক্ট্রা ৩৫০ বাইকটির ২০১১ মডেল মাত্র ৩০ হাজার টাকা মূল্যে কিনতে পারবেন।

এছাড়া অন্য একটি ওয়েবসাইট Droom এ আপনি রয়্যাল এনফিল্ড ইলেক্ট্রা ৩৫০ বাইকটির ২০১১ মডেল মাত্র ৪৬৭০০ টাকায় কিনে নিতে পারবেন। এছাড়া OLX ওয়েবসাইটেও এই বাইকটি উপলব্ধ। আপনি এই ওয়েবসাইট থেকে বাইকটি কিনতে খরচ করতে হবে মাত্র ৫৫ হাজার টাকা। যদি আপনি পুরনো রয়্যাল এনফিল্ড ইলেক্ট্রা ৩৫০ বাইকটি কিনতে চান, তাহলে অবশ্যই উল্লিখিত ওয়েবসাইটগুলোতে দেখতে পারেন।