Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মার্কেটে লঞ্চ হচ্ছে ধামাকাদার Royal Enfiled Classic 650, জানুন বাইকের ডিজাইন ও ফিচার প্রসঙ্গে

বর্তমানে ভারতীয় বাজারে বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন ক্যাটাগরির বাইক এনে দিয়েছে। বাইক কিনতে যাওয়ার আগে তাই অনেকেই দ্বন্দ্বে পড়েন কোন বাইক কিনবেন বা কোন বাইক বেশি ভালো হবে। অনেক বাইক…

Avatar

বর্তমানে ভারতীয় বাজারে বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন ক্যাটাগরির বাইক এনে দিয়েছে। বাইক কিনতে যাওয়ার আগে তাই অনেকেই দ্বন্দ্বে পড়েন কোন বাইক কিনবেন বা কোন বাইক বেশি ভালো হবে। অনেক বাইক বাজারে আসে এবং জনপ্রিয়তা পেয়ে যায়। কিন্তু যেই বাইকটি দীর্ঘদিন ধরে বিভিন্ন বয়সের মানুষের কাছে জনপ্রিয় তা হল Royal Enfield Classic। এবার রয়্যাল এনফিল্ড তাদের নতুন মডেল ক্লাসিক ৬৫০ এর জন্য প্রস্তুতি নিচ্ছে। এই বাইকটি ব্র্যান্ডের পরিচিত ক্লাসিক লাইনআপের একটি নতুন সংযোজন হবে এবং এতে আধুনিক প্রযুক্তির পাশাপাশি পুরনো নস্টালজিয়াও থাকবে। নতুন মডেলের একাধিক তথ্য সম্প্রতি প্রকাশিত হয়েছে, যা বাইকপ্রেমীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে।

RE Classic 650 বাইকের ডিজাইন ও স্টাইলিং

নতুন ক্লাসিক ৬৫০ এর ডিজাইন পুরনো ক্লাসিক বাইকগুলোর মতই, কিন্তু এতে আধুনিক টুইস্ট রয়েছে। বাইকটির ফ্রেমের গঠন এবং আকার তাৎক্ষণিকভাবে নজর কাড়ে। এতে থাকবে একটি বড় ট্যাঙ্ক। বাইকটির সামনে এবং পিছনে এলইডি লাইট ব্যবহার করা হয়েছে, যা আধুনিকতার ছোঁয়া এনে দেয়। এই বাইকে রয়েছে আধুনিক প্রযুক্তির সুবিধা। এতে একটি ডিজিটাল অ্যানালগ ককপিট, ব্লুটুথ কানেক্টিভিটি এবং অন্যান্য প্রয়োজনীয় ফিচার থাকবে। বাইকটির সাসপেনশন সিস্টেম উন্নত এবং আরামদায়ক যাত্রার জন্য ডিজাইন করা হয়েছে। এছাড়া, এতে থাকবে উন্নত ব্রেকিং সিস্টেম, যা নিরাপত্তা বাড়াবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বাইকের ইঞ্জিন ও পারফরম্যান্স

ক্লাসিক ৬৫০ এ ৬৪৮ সিসির সিঙ্গেল-টিউনড প্যারালাল টুইন ব্যবহার করা হবে, যা ৪৭ বিএইচপি শক্তি উৎপন্ন করতে সক্ষম। বাইকটি ৬-স্পিড গিয়ারবক্সের সাথে যুক্ত থাকবে, যা চলাচলে গতি ও কর্মক্ষমতা বৃদ্ধি করবে। বাইকটির টর্ক ৫২ এনএম, যা শহরের ট্রাফিকে সহজে চলার জন্য সাহায্য করবে। রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৬৫০ প্রতিযোগিতার বাজারে আরও শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হবে। এটি বেনেলি লি’অন 500 এবং কাওসাকি W800-এর মতো বাইকের সঙ্গে প্রতিযোগিতা করবে। দাম এবং কার্যকারিতার ভিত্তিতে বাইকটি গ্রাহকদের কাছে জনপ্রিয়তা অর্জন করবে বলে আশা করা হচ্ছে।

About Author