বর্তমানে ভারতীয় দল শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ব্যস্ত রয়েছে। গতকাল বিশাখাপত্তনমে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০ উইকেটে হারতে হয়েছে রোহিত শর্মাদের। স্বাভাবিকভাবে টিম ইন্ডিয়ার ব্যর্থ পারফরমেন্স মেনে নিতে পারছেন না ক্রিকেটপ্রেমীরা। আর সেই কারণে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রোহিত শর্মার উদ্দেশ্যে একাধিক প্রশ্ন ছুড়ে দেন সাংবাদিকরা। সেখানে তার কাছে জানতে চাওয়া হয় যে, ‘জসপ্রিত বুমরাহ নেই বলেই কি দলের এই অবস্থা?’
সাংবাদিকের প্রশ্ন শুনে রীতিমতো রেগে যান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তিনি এদিন সরাসরি বলেন, জাতীয় দলে জসপ্রিত বুমরাহ উপস্থিত রয়েছেন প্রায় ৮ মাস ধরে। এতদিনে ভারতীয় দল তাকে ছাড়া পারফরমেন্স করতে শিখে গেছে। জয়ের জন্য ভারতীয় দলে বর্তমানে জসপ্রিত বুমরাহর আবশ্যকতা নেই। আমাদের কাছে মোহাম্মদ সামি, মোহাম্মদ সিরাজ, শার্দুল ঠাকুরের মত বিকল্প রয়েছে। তাছাড়া উমরান মালিক এবং জয়দেব উনাদকাট সম্প্রতি ভালো ফলাফল করছেন। সুতরাং দল জসপ্রিত বুমরাহকে ছাড়াই স্বাভাবিক পারফরমেন্স করতে সক্ষম।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowসাংবাদিক মাধ্যমে রোহিত শর্মার খোলাখুলি জবাবের পর বর্তমানে বিভিন্ন মাধ্যমে প্রশ্ন উঠেছে যে, আদৌ কি ভারতীয় দল জসপ্রিত বুমরাহকে নিয়ে কোনরকম বিপদে আছে? নাকি বুমরাহ ছাড়াই ভালো পারফরম্যান্স করছে টিম ইন্ডিয়া। তবে চোট সারিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তন করতে হলে যে তাকে অগ্নিপরীক্ষা দিতে হবে সে বিষয়ে কোনো রকম সন্দেহ নেই বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
যদি ভারতীয় ক্রিকেট দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে জসপ্রিত বুমরাহর পারফরমেন্সের কথা বলি, তবে তিনি তার ক্যারিয়ারে এখনো পর্যন্ত 30টি টেস্ট, 72টি ওয়ানডে এবং 60টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তিনি টেস্টে 128 উইকেট, ওয়ানডেতে 121 এবং টি-টোয়েন্টি আন্তর্জাতিক ফরম্যাটে 70 উইকেট নিয়েছেন। এছাড়া আইপিএলে তার পারফরমেন্স সর্বজন্ম বিদিত।