Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সাতসকালে রকেট হামলায় কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল

কাবুল: আজ, শনিবার সাতসকালেই একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল। রকেট হামলায় কার্যত আতঙ্কের সৃষ্টি হয়েছে কাবুলে। জানা গিয়েছে, শহরের গ্রিন জোন অর্থাৎ যেখানে অধিকাংশ বিদেশী দূতাবাস…

Avatar

কাবুল: আজ, শনিবার সাতসকালেই একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল। রকেট হামলায় কার্যত আতঙ্কের সৃষ্টি হয়েছে কাবুলে। জানা গিয়েছে, শহরের গ্রিন জোন অর্থাৎ যেখানে অধিকাংশ বিদেশী দূতাবাস রয়েছে, তার কাছেই এই বিস্ফোরণ ঘটেছে। এখনও পর্যন্ত পাওয়া খবরে বিস্ফোরণে অন্তত তিন জনের মৃত্যু হয়েছে। কিন্তু ঘন জনবসতিপূর্ণ এলাকায় এই বিস্ফোরণ হওয়ায় মৃতের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে প্রবল।

আফগান সরকারের এক মুখপাত্র স্বীকার করেছেন, অন্তত ১৪টি রকেট হামলা হয়েছে৷ রাজধানী শহরের যে অংশে হামলা চালানো হয়েছে সেখানে বহু আন্তর্জাতিক সংস্থার দফতরও রয়েছে৷ ওই মুখপাত্র আরও জানিয়েছেন, আবাসিক এলাকা গুলিতেই রকেটগুলি আছড়ে পড়েছে৷ ফলে ক্ষয়ক্ষতি আশঙ্কা বাড়ছে৷ তবে এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। গত কয়েক মাস ধরে আফগানিস্থানে জঙ্গি হামলার ঘটনা বেড়েই চলেছে। তালিবানদের সঙ্গে আফগানিস্তানের বৈঠক হওয়ার পরও কোনও সমাধানসূত্র মেলেনি। ইতিমধ্যেই বেশ কিছু ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যাতে দেখা যাচ্ছে অসংখ্য গাড়ি এবং বহুতল বিস্ফোরণে ভষ্মিভূত হয়ে গিয়েছে। যার ফলে ক্ষয়ক্ষতির আশঙ্কা এড়ানো যাচ্ছে না।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তালিবানদের সঙ্গে হওয়া চুক্তি অনুযায়ী ২০২১ সালের মাঝামাঝি সময়ে আফগানিস্তান থেকে নিজেদের সরিয়ে নেবে আমেরিকা। এমতাবস্থায় একের পর এক জঙ্গি হামলার ঘটনা আফগানিস্তান সরকারের রাতের ঘুম কেড়ে নিয়েছে। গোটা ঘটনায় আতঙ্কিত হয়ে রয়েছে আফগানিস্তানের রাজধানী।

About Author