মেসি-রোনাল্ডোকে পেছনে ফেলে দিলেন, The Best FIFA Men’s Player খেতাব জিতে নিলেন রবার্ট লেওয়ান্ডোস্কি

Advertisement

Advertisement

মেসি-রোনাল্ডোর যুগ কি তাহলে শেষ হতে চলেছে? মেসি-রোনাল্ডো ভক্তদের মধ্যে হয়তো এমনই আশঙ্কা দানা বেঁধেছে। কারণ, লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে হারিয়ে The Best FIFA Men’s Player খেতাব জিতে নিলেন বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার রবার্ট লেওয়ান্ডোস্কি। প্রথমবার সংক্ষিপ্ত তিনে মনোনীত হয়েছিলেন তিনি। আর মনোনীত হযেই জিতে নিলেন এই খেতাব। স্বভাবতই বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতে খুশি বায়ার্ন মিউনিখের এই তারকা ফুটবলার।

Advertisement

তবে করোনা পরিস্থিতির কারণে এবারের এই অনুষ্ঠান জাঁকজমকভাবে আয়োজন করা হয়নি। পুরো অনুষ্ঠানটি হয় ভার্চুয়ালি। যেখানে দেখা যায়, ফিফা প্রেসিডেন্ট জিয়ার ইনফান্তিনো লেওয়ান্ডোস্কির কাছে পৌঁছে যান এবং নিজে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেন। ২০১৯-২০ মরশুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবের হয়ে ৫৫টি গোল করেন লেওয়ান্ডোস্কি। বায়ার্ন মিউনিখের চ্যাম্পিয়নস লিগ জেতার পেছনে বড় ভূমিকা রয়েছে তাঁর। তাই মেসি-রোনাল্ডোকে পেছনে ফেলে এই খেতাব জিতে নিলেন তিনি।

Advertisement

এবার এক নজরে দেখে নিন ফিফার অন্যান্য পুরস্কার কারা জিতে নিয়েছেন।…

Advertisement

The Best FIFA Women’s Player: মহিলাদের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতে নিলেন ম্যাঞ্চেস্টার সিটির ব্রিটিশ ফুটবলার (England/Man City) লুসি ব্রোঞ্জ (Lucy Bronze)।

The Best FIFA Men’s Coach: বর্ষসেরা কোচের পুরস্কার জিতে নিলেন লিভারপুলের (Liverpool) য়ুর্গেন ক্লপ (Jurgen Klopp)।

The Best FIFA Women’s Coach: নেদারল্যান্ডসের (The Netherlands) সারিনা ওয়েইমান (Sarina Wiegman) জিতে নিয়েছেন ফিফার বর্ষসেরা মহিলা কোচের পুরস্কার।

The Best FIFA Men’s Goalkeeper: আলিসান বেকার (Alisson Becker), জন ওবালাককে (Jan Oblak) হারিয়ে ফিফা বর্ষসেরা গোলকিপারের পুরস্কার জিতে নিলেন বায়ার্ন মিউনিখের জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার (Germany/Bayern Munich)।

The Best FIFA Women’s Goalkeeper: অলিম্পিক লিঁও-র (France/Lyon) ফরাসি গোলরক্ষক সারহা বউহাদ্দি (Sarah Bouhaddi) জিতে নিলেন বর্ষসেরা মহিলা গোলরক্ষকের পুরস্কার।

FIFA Fair Play Award: ফিফার ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতেছেন মাততিয়া অগনিস (Mattia Agnese)। অস্পেডেল্টির (Ospedaletti) হয়ে খেলার সময়, হেড করতে গিয়ে প্রতিপক্ষের ফুটবলার মাঠেই সংজ্ঞা হারান, এরপর তিনি জীবন বাঁচান।

FIFA Puskas Award: উরুগুয়ের লুই সুয়ারেজ (Luis Suarez) ও জর্জিয়ান দে আরাসকায়েতাকে (Giorgian De Arrascaeta) পিছনে ফেলে ফিফা বর্ষসেরা গোলের পুরস্কার ‘পুসকাস অ্যাওয়ার্ড’ (FIFA Puskas Award) জিতে নিলেন সন হিউং-মিন (Son Heung-Min)। ইংলিশ প্রিমিয়ার লিগে বার্নলির বিরুদ্ধে গোলটি করেছিলেন টটেনহ্যাম হটস্পারের (Tottenham Hotspur) কোরিয়ান তারকা।

FIFA Fan Award: মেরিভাল্ডো (Marivaldo) ফ্রান্সিসকো দ্য সিলভা ইতিহাসে নাম তুললেন! ৬০ কিলোমিটার পথ হেঁটে  তিনি ম্যাচ দেখতে যেতেন জিতে নিয়েছেন ফ্যান অ্যাওয়ার্ড ২০২০।

এছাড়াও দুই প্রয়াত কিংবদন্তি দিয়েগো আর্মান্দো মারাদোনা এবং পাওলো রোসিকে শ্রদ্ধার্ঘ জানায় বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা FIFA। সেই সঙ্গে তাঁদের স্মৃতিচারণাও করা হয় এদিনের ভার্চুয়াল অনুষ্ঠানে।