Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

একসাথে পথ চলার ছয়বছর পূর্ণ হল অর্জুন-সৃজার, বউকে কোলে বসিয়ে ছবি শেয়ার অভিনেতার

বর্তমানে টলিউড ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় অভিনেতা হলেন অর্জুন চক্রবর্তী। সব্যসাচী ও মিঠু চক্রবর্তীর ছোট ছেলে তিনি। দীর্ঘদিনের প্রেমিকা সৃজার সাথে ছয়বছর আগে গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেতা। আর এদিন একটানা ছয়বছর একসাথে…

Avatar

বর্তমানে টলিউড ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় অভিনেতা হলেন অর্জুন চক্রবর্তী। সব্যসাচী ও মিঠু চক্রবর্তীর ছোট ছেলে তিনি। দীর্ঘদিনের প্রেমিকা সৃজার সাথে ছয়বছর আগে গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেতা। আর এদিন একটানা ছয়বছর একসাথে কাটানোর উদযাপনে অর্থাৎ বিবাহবার্ষিকীর দিন বউ সৃজাকে কোলে নিয়েই ছবি শেয়ার করলেন অভিনেতা। জানালেন শুভেচ্ছাবার্তা।

একদিন আগেই বিবাহবার্ষিকী ছিল তাদের। অর্জুন চক্রবর্তী এদিন নিজের ইনস্টাগ্রামের পাতায় নিজের স্ত্রীয়ের সাথে একটি মিষ্টি ছবি শেয়ার করে নিয়েছেন। ছবিটি শেয়ার করে অভিনেতা লিখেছেন, একসাথে ছয়বছর সুখী দাম্পত্য কাটিয়েছেন তারা। এখনো আরো অনেকটা পথ চলা বাকি। ছবি দেখেই স্পষ্ট রীতিমতো নিজের স্ত্রীয়ের প্রেমে এখনো হাবুডুবু খাচ্ছেন অভিনেতা, তা তাদের হাসিতেই স্পষ্ট হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই ছবি শেয়ার করার পর থেকেই অভিনেতার ভক্তরা কমেন্টবক্সে পাঠিয়েছেন অসংখ্য শুভেচ্ছাবার্তা। অর্জুন ও সৃজার জুটি বেশ জনপ্রিয় সোশ্যাল মিডিয়ার পাতায়। কলেজ জীবন থেকেই একে অপরকে পছন্দ করতেন তারা। নয়বছরের প্রেমের পরেই তারা সিদ্ধান্ত নেন একসাথে থাকার। সেই একসাথে পথ চলার ছয়বছর পূর্ণ হল তাদের। তাদের একটি চার বছরের কন্যা সন্তানও রয়েছে। তবে তার মুখ এখনো প্রকাশ্যে আনেননি তারা। আপাতত নিজেদের মেয়েকে লাইমলাইট থেকে দূরেই রেখেছেন এই জুটি।

সম্প্রতি টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম ব্যস্ত অভিনেতা অর্জুন চক্রবর্তী। তবে ব্যস্ততার মাঝেও নিজের মতো করে পরিবারকে সময় দেন তিনি। সেইসমস্ত মুহূর্তের কিছু কিছু ঝলক প্রায়ই দেখা যায় অভিনেতার সোশ্যাল মিডিয়ার পাতায়। নিজের স্ত্রী ও মেয়ের সাথে প্রায়ই একান্ত সময় কাটান তিনি। একবার এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন, তার স্ত্রী সৃজা তার অভিনয়ের সবথেকে বড় সমালোচক। তিনি জানান, সৃজার তার অভিনয় নিয়ে কিছু বলার থাকলে সোজাসোজি বলে দেন। আবার অনেকসময় কোন ভুলত্রুটি যদি তার চোখে পড়ে তাও অভিনেতাকে জানান তিনি। সর্বদা যেকোনো পরিস্থিতিতে তাকে উৎসাহিত করেন সৃজা, একথা নিজেই বলেছিলেন অভিনেতা। সম্প্রতি তাদের ছয়বছরের বিবাহবার্ষিকীতে সেইসমস্ত কথা উঠে এসেছে আবারো।

বর্তমানে তার বহু কাজ মুক্তির অপেক্ষায় রয়েছে। অর্জুন চক্রবর্তী অভিনীত ‘বল্লভপুরের রূপকথা’, ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’, ‘খেলা যখন’, ‘এক্স প্রেম’ চলতি বছরেই মুক্তি পেতে চলেছে। কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে ‘অভিযাত্রিক’ ছবির গান, যা নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নিয়েছিলেন অভিনেতা। যা দেখে ‘সেরা বর’এর খেতাব পেয়েছিলেন অর্জুন। তবে আপাতত অভিনেতার ভক্তরা তাকে বড়পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন।

About Author