Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কাঁধ থেকে খুলে পড়ছে পোশাক, ডিপ নেক সবুজ শর্ট ড্রেসে নেটদুনিয়ায় ঝড় তুলল সকলের প্রিয় ঋতু

সুন্দরী ও রুপসী অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। আধারকার্ড বলছে অভিনেত্রীর বয়স ৪৯। নব্বইয়ের দশক থেকে অভিনয় জগতে এই অভিনেত্রী পা রেখেছিলেন। প্রথম গ্রাম্য মেয়ে অথবা বাড়ির ঘরোয়া বধূবেশের…

Avatar

By

সুন্দরী ও রুপসী অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। আধারকার্ড বলছে অভিনেত্রীর বয়স ৪৯। নব্বইয়ের দশক থেকে অভিনয় জগতে এই অভিনেত্রী পা রেখেছিলেন। প্রথম গ্রাম্য মেয়ে অথবা বাড়ির ঘরোয়া বধূবেশের চরিত্রে বেশিরভাগ ছবিতে অভিনয় করতেন। দিনের সাথে সাথে আধুনিক ছবিতে অভিনয় করেন। এখনো পর্যন্ত প্রায় ১৫০ র বেশি ছবিতে অভিনয় করে ফেলেছেন অভিনেত্রী। শুধুমাত্র বাংলা নয়, হিন্দি, তেলুগুর বেশ সাবলীলভাবে অভিনয় করেছেন। করোনা ভারতে প্রবেশ করতে আর লকডাউন শুরু হতেই সিঙ্গাপুরে ছিলেন অভিনেত্রী।

করোনাকালে ছুটি কাটিয়া নিউ নর্ম্যাল হতেই ফের একের পর এক সিনেমার কাজ শুরু করেছেন। অভিনেত্রীর হাতে রয়েছে এখন একের পর এক নতুন ছবির প্রজেক্ট। এই পুজোয় মুক্তি পেয়েছে তাঁর গাওতা একটি গান। বাপ্পি লাবিড়ির সুরে গান গেয়েছিলেন ঋতুপর্ণা। ঋতুপর্ণা সেনগুপ্তর আগামী হিন্দি ছবি হল ‘ইত্তর’। কিছুদিন আগেই মুম্বইয়ে সেই ছবির শুটিং সারলেন অভিনেত্রী নায়িকা। এই ছবির কাজ শেষ হতেই কয়েকদিন আগে হিমাচলে আগামী বাংলা ছবির শ্যুটিং শেষ করলেন ঋতুপর্ণা। এই ছবির পরিচালক তথাগত ভট্টাচার্য। সম্পর্কের গল্প নিয়ে তৈরি হয়েছে এই নতুন ছবির চিত্রনাট্য। ঋতুপর্ণার পাশাপাশি এই ছবিতে অভিনয় করছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়ও।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এমনিতে সোশ্যাল মিডিয়ায় দারুন সক্রিয় থাকেন অভিনেত্রী। প্রায়ই নিত্যনতুন পোস্ট করে নিজের সাথে জীবনের নানান টুকরো মুহুর্ত শেয়ার করেন তিনি। এবারেও তার অন্যথা হলনা। সম্প্রতি অভিনেত্রী ইন্সটাগ্রামে ঋতুর ছবি দেখে ঈর্ষান্বিত হবেন যেকোনোও অনুগামী। শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, অভিনেত্রীর পরনে রয়েছে সবুজ রঙের ডিপ নেক অফশোল্ডার শর্ট ড্রেস, পায়ে কালো স্টকিংস ও কালো লং বুট। এদিন লম্বা চুল ছেড়ে রেখেছেন ঋতুপর্ণা আর ঠোঁটে ওয়াইন রঙের লিপস্টিক ব্যাস তাতেই তাঁর সাজ সম্পূর্ণ করেছে। হলুদ রঙের ভেলভেট কৌচে বসে ছবিটি তুলেছেন অভিনেত্রী।এই ছবিটি শেয়ার করে ক্যাপশন দিয়ে তিনি লিখেছেন তাঁর চাঁদের উজ্জ্বলতা হতে। আর শেয়ারের সাথে অনুগামীরা ভালোবাসা জানিয়েছেন। নিমেষে ভাইরাল হয় এই পোস্ট।

About Author