Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সাতমাসের ধরে কষ্ট পাচ্ছিলেন, অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকেই হাসিখুশি ছবি পোস্ট অভিনেত্রী ঋতাভরীর

অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari chakraborty) স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘ওগো বধূ সুন্দরী’ সিরিয়ালের মাধ্যমে সকলের নজরে এসেছিলেন। কিন্তু তারপর স্তাবকতায় অবিশ্বাসী ঋতাভরীকে ইন্ডাস্ট্রির বিশ্বাসঘাতকতার সম্মুখীন হতে হয়। তাঁর হাতে কাজের…

Avatar

অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari chakraborty) স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘ওগো বধূ সুন্দরী’ সিরিয়ালের মাধ্যমে সকলের নজরে এসেছিলেন। কিন্তু তারপর স্তাবকতায় অবিশ্বাসী ঋতাভরীকে ইন্ডাস্ট্রির বিশ্বাসঘাতকতার সম্মুখীন হতে হয়। তাঁর হাতে কাজের সংখ্যা ক্রমশ কমতে থাকে। নিজের মা শতরূপা স্যান‍্যালের পরিচালনায় কয়েকটি শর্ট ফিল্মে এবং একটি ফিল্মে অভিনয় করেন ঋতাভরী। কিন্তু সৃজিত মুখার্জি (srijit Mukherjee)-র সঙ্গে সম্পর্ক আবারও ঋতাভরীকে লাইমলাইটে এনে দেয়। তবে এই সম্পর্ক না টিকলেও ঋতাভরী উঠে আসেন খবরের শিরোনামে। এরপর শিবপ্রসাদ মুখোপাধ‍্যায় (Shibprashad mukherjee) ও নন্দিতা রায়(Nandita Roy)-এর প্রযোজনায় এবং অরিত্র মুখোপাধ্যায় (Aritra mukherjee)-র পরিচালনায় ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’র মাধ্যমে টলিউড ইন্ডাস্ট্রিতে নিজের জমি পোক্ত করেন ঋতাভরী। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা পুরোহিতের জীবনকাহিনী অবলম্বনে তৈরী হয়েছিল ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’। মহিলা পুরোহিত শবরীর ভূমিকায় অভিনয় করেছিলেন ঋতাভরী।

কিন্তু অনেকেই জানতেন না গত সাত মাস ধরে প্রচন্ড শারীরিক যন্ত্রণা নিয়ে কাজ করছিলেন ঋতাভরী। তিনি তাঁর অসুস্থতার খবর কাউকে জানতে দেননি। গত বছর অগষ্ট মাসে লকডাউনের সময় হাসপাতালে ভর্তি করতে হয়েছিল ঋতাভরীকে। সেই সময় তাঁর মা শতরূপা জানিয়েছিলেন ঋতাভরীর পেরিঅ্যানাল অ্যাবসেস হয়েছে। এটি প্রকৃতপক্ষে মলদ্বারে তৈরী হওয়া একটি লাম্প। এছাড়াও ফিশচুলার সমস্যা রয়েছে ঋতাভরীর। ফলে চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, এদিন কলকাতার একটি বেসরকারী নার্সিংহোমে ঋতাভরীর অস্ত্রোপচার হয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অস্ত্রোপচারের পর একটু সুস্থ হয়েই মজাদার পোজ ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ঋতাভরী। ঋতাভরীর অস্ত্রোপচারের কারণে তাঁর মা শতরূপা টেনশনে ছিলেন। ফলে ঋতাভরী মাকে হাসানোর জন্য নার্সিংহোমের বেডে বসে মজাদার পোজটি দিয়েছিলেন, তখন তাঁর মা-ই ছবিটি তুলে নেন। ছবিটি শেয়ার করে ঋতাভরী জানিয়েছেন, সাতমাসের যন্ত্রণার শেষে এবার তাঁর সুস্থ হয়ে ওঠার পালা। নেটিজেনরাও ঋতাভরীর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

About Author