আজকের দিনে দাড়িয়ে ইউটিউব কিংবা অন্য কোনো সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, এরকম মানুষের সংখ্যা কার্যত হাতেগোনা। আর এই সোশ্যাল মিডিয়ার অধিক প্রচলনের জন্যই একটি বিকল্প বিনোদনের মাধ্যমও হয়ে উঠেছে এই প্ল্যাটফর্মগুলি। হরেক রকম গানের মেলা, সঙ্গেই তার তাকে তাল মিলিয়ে মানানসই নাচ, বিনোদনের একাধিক উপকরণের সম্ভারে সাজানো এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি।
তবে শুধু যে বিনোদনের উপকরণ এই সোশ্যাল মিডিয়ায়, তা কিন্তু না, আপনার আয়ের একটি বিকল্প রাস্তাও খুলে দিয়েছে এই সমস্ত ইন্টারনেট নির্ভর সামাজিক মাধ্যমগুলো। এই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পেতে গেলে আপনাকে শুধু একটাই জিনিস জানতে হবে, আপনার কাছে থাকতে হবে যথেষ্ট ট্যালেন্ট। এটা এমন একটা জায়গা যেখানে শুধুমাত্র আপনার ট্যালেন্টের পরিচয় আপনাকে জনপ্রিয়তা দেবে। আর যাদের কাছে ট্যালেন্ট আছে, তাদের জন্য সোশ্যাল মিডিয়া বিনোদনের পাশাপাশি একটা আয়ের পথের উন্মোচনও করে দিয়েছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowবর্তমান যুগে কিছু জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এর মধ্যে অন্যতম হলো ইউটিউব এবং ইনস্টাগ্রাম। তবে আজকে যে ভিডিও নিয়ে আলোচনা সেটা ভাইরাল মূলত ইউটিউবে। গুগলের দ্বারা পেশ করা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অনেকের কাছেই টাইম পাস করার একটি অন্যতম জায়গা। একের পর এক দুর্দান্ত গান, নাচ, ভিডিও দিয়ে সাজানো এই ইউটিউব প্ল্যাটফর্ম। আর এই ইউটিউবেই সম্প্রতি ভাইরাল হয়ে গিয়েছে এক বাঙালি যুবতী।
মেয়েটির নাম রিম্পা সাহা এবং সে নিজের নাচের দক্ষতাকে কাজে লাগিয়ে ইউটিউবের মায়া দুনিয়ায় নিজের একটা আলাদা পরিচয় তৈরি করে ফেলেছে ইতিমধ্যেই। সম্প্রতি তার আরো একটি ভিডিও এই প্ল্যাটফর্মে আমরা ভাইরাল হতে দেখলাম। এটিও যদিও একটি নাচের ভিডিও। সারেগামাপা খ্যাত জনপ্রিয় গায়ক রাহুল দত্তের মীরা গানের উপর নাচ করে ভাইরাল হয়েছে এই যুবতী। সাদা সোনালী পাড়ের শাড়ি এবং হেমলাইনের সঙ্গে মানানসই সোনালী রঙের ব্লাউজে সুসজ্জিত হয়ে এই নাচ পরিবেশন করেছে রিম্পা। বর্তমান করোনা পরিস্থিতির জেরে বাড়ির ছাদকেই নাচের মঞ্চ করলেও নাচে ক্ষেত্রে কোনোরূপ খামতি নেই। আর তার এই চেষ্টাই তাকে করে তুলেছে ইউটিউব সেনসেশন। সঙ্গেই নেটিজেন সমাজের একাধিক প্রশংসা তো আছেই। চটজলদি দেখে ফেলুন রিম্পার এই দুর্দান্ত নাচের ভিডিওটি।