Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কীভাবে ২৮ দিন জেলে কাটিয়েছেন, তিন বছর পর প্রকাশ করলেন Rhea Chakraborty

Updated :  Friday, October 27, 2023 7:33 PM

রিয়া চক্রবর্তী নামটা বর্তমান প্রজন্মের কাছে নেহাত অপরিচিত নয়। মিডিয়ার সূত্র ধরে এই নাম এখন জানেন অনেকেই। বিশেষ করে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে মিডিয়ার সূত্র ধরে নেতিবাচক দিক দিয়েই পরিচিতি অর্জন করেছিলেন তিনি। অভিযুক্ত হিসাবে ২৮ দিন কারাগারে থাকতে হয়েছিল অভিনেত্রীকে। ৩ বছর পর নিজের সেই ২৮ দিনের অভিজ্ঞতা প্রসঙ্গেই এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন রিয়া চক্রবর্তী।

অভিনেত্রী স্পষ্ট কথায় জানিয়েছেন, জেলে থাকার ঐ ২৮’টা দিন তার কাছে নরকে থাকার মতোই ছিল। তবে তিনি জেলে বেশ কিছু আন্ডার ট্রায়াল অভিযুক্তদের সাথে মিশেছিলেন তাদের কাছ থেকে তিনি অনেক ছোট ছোট বিষয় সম্পর্কে জানতে পেরেছেন। তিনি জানিয়েছেন, সমাজ যখন কোন মানুষকে প্রত্যাখ্যান করে, তখন সে জেলে যায়। জেলে যারা থাকেন তারা যে সবসময় দোষী হন, তা নয়। আর সেখানেই নিজেদের মতন করে নিজেদের খুশি খুঁজে নিতে জানেন তারা সেই আনন্দকে নিজেদের মতো করে ধরেও রাখতে পারেন সেইসমস্ত মানুষ। মোটকথা তিনি কখনোই চান না ঐ ২৮’টা দিন তার জীবনে ফিরে আসুক। তবে তিনি যে অনেক কিছুই শিখেছিলেন ঐ কয়েকটা দিনে, সেকথা তিনি নিঃসংকোচে স্বীকার করেছেন ক্যামেরার সামনে।

বলিউডের অন্যতম প্রতিভাশালী অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে কম জল ঘোলা হয়নি। আর তার মৃত্যুকে কেন্দ্র করেই উঠে এসেছিল বলিউডের একাধিক বড় বড় তারকাদের নাম। তাদের মধ্যে একজন ছিলেন রিয়া চক্রবর্তী। তিনি সেইসময় অভিনেতার প্রেমিকা ছিলেন। তথ্য অনুযায়ী জানা যায়, অভিনেতার জন্য মাদক কিনে আনতেন তিনি। তাদের মধ্যে একাধিক কলহও সৃষ্টি হয়েছিল সেইসময়। অভিনেতার পরিবার থেকে শুরু করে অনেকেই অভিনেত্রীকে অভিনেতার মৃত্যুর জন্য দায়ী করেছিলেন। আর সেই অভিযোগের ভিত্তিতেই হাজতবাস হয়েছিল রিয়া চক্রবর্তীর। তবে উপযুক্ত প্রমাণের অভাবে পরে তাকে জামিন দিয়ে দেওয়া হয়। ৩ বছর পর নিজের সেই অভিজ্ঞতার প্রসঙ্গে মুখ খুলতেই চর্চিত অভিনেত্রী। তবে এখনো অভিনেতা ভক্তদের পাশাপাশি তার পরিবার মনে করেন তার মৃত্যু স্বাভাবিক ছিল না। অবশ্য সেই সুরাহা হয়নি আজও।