কলকাতা: আরজিকর হাসপাতালে সদ্যজাতর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছিল। তাতে নয়া মোড় দেখা দিয়েছে। আরজিকরে সদ্যোজাতের মৃত্যু স্বাভাবিকভাবেই ঘটেছে। কোনওরকম দেহ পাচারের ঘটনা ঘটেনি। এমনই রিপোর্ট প্রকাশ করল মেডিকেল বোর্ড।
এসএসকেএম হাসপাতালে চিকিৎসকদের নিয়ে হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্ত করার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। সেই বোর্ডের পক্ষ থেকেই আজ, মঙ্গলবার এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowসদ্যজাতোর ময়নাতদন্ত করা নিয়ে যেভাবে হেনস্থা করা হয়েছে তার মাকে, তাতে একেবারে অসন্তোষ প্রকাশ করেছিল আদালত। সেই পরিপ্রেক্ষিতেই এই মেডিকেল বোর্ড গঠন করা হয়। তার পরিপ্রেক্ষিতেই মেডিকেল বোর্ড এই রিপোর্ট পেশ করেছে।