Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

২০১৯ এর একটি জিনিস ভুলে নতুন বছর শুরু করতে চান বিরাট কোহলি

Updated :  Wednesday, December 25, 2019 10:56 AM

২০১৯ সাল ভারতীয় ক্রিকেটের সেরা বছর হিসেবে শেষ হতে চলেছে। এই সালে অনেকগুলি সেরা প্রাপ্তি ঘটেছে ভারতীয় ক্রিকেটে একটিমাত্র ঘটনা বাদে। সেই ঘটনাটি হল বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হার। ঐ ৩০ মিনিট এখনও ভারতীয় ক্রিকেট সমর্থকদের পাশাপাশি বিরাট কোহলিকেও যন্ত্রণা দেয়।

২০১৯ এ ভারতীয় দল ৮ টি টেস্ট ম্যাচের মধ্যে ৭ টি তে জয়লাভ করেছে এবং ১ টি ড্র হয়েছে। ২৮ টি একদিনের ম্যাচ খেলে ১৯ টি তে জয় পেয়েছে এবং ৯ টি টি-টোয়েন্টি ম্যাচ জিতেছে ১৬ টির মধ্যে। এই বছরই ভারত তাদের প্রথম গোলাপি বলে দিন-রাতের টেস্ট ম্যাচ খেলেছে এবং সেটিতে জয়লাভ করেছে। এছাড়াও ২০১৯ এ ভারতীয় ক্রিকেটের আরো একটি সেরা প্রাপ্তি হলো সৌরভ গাঙ্গুলীর ভারতীয় ক্রিকেটের মসনদে বসা।

আরও পড়ুন : টেস্ট ও একদিনের ক্রিকেটে সেরার সেরা বিরাট কোহলি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের পর ভারত অধিনায়ক বিরাট কোহলি বলেন “বিশ্বকাপে ৩০ মিনিট (নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল হার) বাদে এই বছরটি আমাদের দুর্দান্ত গেছে। আমরা এখনো আইসিসি ট্রফির পেছনে ছুটে চলেছি। আমাদের এই গ্রুপ অসামান্য পরিশ্রম করেছে তাই তারা একটি আইসিসি ট্রফি পাওয়ার উপযুক্ত। এবং সেটাই এখন আমাদের লক্ষ্য”।

ভারতীয় ক্রিকেট দল ২০২০ সাল শুরু করবে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। প্রথম ম্যাচ খেলা হবে গুয়াহাটিতে ৫ জানুয়ারি। এরপর ভারতের মাটিতেই তিনটি একদিনের ম্যাচের সিরিজ রয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। তারপর নিউজিল্যান্ড সফরে যাবে ভারতীয় দল।