Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Jio New Recharge Plan: নতুন নতুন রিচার্জ প্ল্যান চালু করেছে Jio, ১৪টি কাজের ঝামেলা মিটবে একেবারে

বিশেষ রিচার্জ প্ল্যান চালু করেছে জিও। একটা নয়, একসঙ্গে তিনটি প্ল্যান চালু করেছে রিলায়েন্স জিও। নতুন লঞ্চ হওয়া এই রিচার্জ প্ল্যানে ১৪ টি ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে। অর্থাৎ একবার…

Avatar

বিশেষ রিচার্জ প্ল্যান চালু করেছে জিও। একটা নয়, একসঙ্গে তিনটি প্ল্যান চালু করেছে রিলায়েন্স জিও। নতুন লঞ্চ হওয়া এই রিচার্জ প্ল্যানে ১৪ টি ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে। অর্থাৎ একবার রিচার্জ করলে সব ওটিটি অ্যাপ বিনামূল্যে পাওয়া যাবে। এই রিচার্জ প্ল্যানগুলি বিনোদন প্যাক হিসাবে চালু করা হয়েছে। এই কারণে জিও টিভি প্রিমিয়াম প্ল্যান নামে নতুন রিচার্জ প্ল্যান চালু করা হয়েছে। এর আওতায় মোট ১৪টি ওটিটি অ্যাপ সাবস্ক্রাইব করে দেওয়া হচ্ছে।

জিও টিভি প্রিমিয়াম প্ল্যানগুলির মধ্যে রয়েছে জিও সিনেমা প্রিমিয়াম, ডিজনি + হটস্টার, জি ফাইভ, সনি লিভ, প্রাইম ভিডিও (মোবাইল), লায়ন্সগেট প্লে, ডিসকভারি + , ডকুবে, সানএনএক্সটি, হইচই, প্ল্যানেট মারাঠি, চৌপাল, এপিকন ইত্যাদি। আপনি যদি আলাদাভাবে ১৪টি অ্যাপের সাবস্ক্রিপশন প্ল্যান নেন, তাহলে আপনাকে প্রতি মাসে প্রায় ১০০০ টাকা খরচ করতে হবে, যা জিও টিভি প্রিমিয়াম প্ল্যানের সাথে বিনামূল্যে দেওয়া হচ্ছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

reliance jio recharge plan

৩৯৮ টাকার প্ল্যানে ১২ টি ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন পাওয়া যাবে। একই সঙ্গে ১১৯৮ এবং ৪৪৯৮ টাকার প্ল্যানে ১৪টি ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন পাওয়া যাবে। ৩৯৮ টাকার প্ল্যানের ভ্যালিডিটি হবে ২৮ দিন এবং ১১৯৮ টাকার প্ল্যানের ভ্যালিডিটি হবে ৮৪ দিন। ৩৬৫ দিনের মেয়াদের প্ল্যানটির দাম নির্ধারণ করা হয়েছে ৪৪৯৮ টাকা। গ্রাহকরা প্রতিটি প্ল্যানে প্রতিদিন ২ জিবি ডেটা পাবেন। এসব রিচার্জ প্ল্যানে বিভিন্ন ওটিটি সাবস্ক্রিপশন কেনার ঝামেলা আর থাকবে না। জিও টিভি অ্যাপে সাইন ইন করার পর ওটিটি অ্যাপের জন্য আলাদা লগ ইন ও পাসওয়ার্ড তৈরি করার মতো ঝামেলা আর পোহাতে হবে না। ৪৪৯৮ টাকার প্ল্যানে এক ক্লিকে কাস্টমার কেয়ার কলব্যাক সুবিধা দেওয়া হবে।

About Author