Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রিলায়েন্স জিওর পরে এবারে রিলায়েন্স টিকা, নতুন ধামাকা নিয়ে আসছেন মুকেশ আম্বানি

করোনাভাইরাস টিকা নিয়ে আসতে চলেছে মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স। জানা গিয়েছে করোনাভাইরাস এর টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি পেয়ে গিয়েছে মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স লাইফ সাইন্সেস। দেশের ওষুধ নিয়ম ও কর্তৃপক্ষের…

Avatar

By

করোনাভাইরাস টিকা নিয়ে আসতে চলেছে মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স। জানা গিয়েছে করোনাভাইরাস এর টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি পেয়ে গিয়েছে মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স লাইফ সাইন্সেস। দেশের ওষুধ নিয়ম ও কর্তৃপক্ষের তরফ থেকে এই ছাড়পত্র দেওয়া হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, খুব শীঘ্রই এই সংস্থার ওষুধের ক্লিনিক্যাল ট্রায়ালে অনুমতি দেওয়া হচ্ছে। রিলায়েন্সের আবেদনপত্র খতিয়ে দেখার পরেই বিশেষজ্ঞ কমিটির তরফ থেকে সুপারিশ দেওয়া হয়েছে।

সব যদি ঠিকঠাক থাকে, তাহলে আগামী বছরের মধ্যে বাজারে চলে আসবে এই টিকা। মূলত এই টিকা তৈরি হবে রিকম্বিনেন্ট প্রোটিন প্ল্যাটফর্মের উপরে নির্ভর করে। ট্রায়ালের প্রথম ধাপে ২০ থেকে ৮০ বছরের মধ্যে কার একটি ছোট দলের উপরে প্রয়োগ করা হবে এই ধরনের টিকা। তারপরে, আরো বড় করে দ্বিতীয় এবং তৃতীয় ধাপের জন্য আবেদন জানানো হবে। নভি মুম্বাই এ সংস্থার গবেষণাগারে এই টিকা তৈরি করা হয়েছে জানানো হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বর্তমানে ভারতে ৬টি কম্পানির টিকা আপৎকালীন টিকা হিসেবে ব্যবহার করা হচ্ছে ওষুধ নিয়ামক কর্তৃপক্ষের তরফ থেকে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কভিশিল্ড এবং কো-ভ্যাকসিনের পরে তৃতীয় ভারতীয় টিকা হিসেবে ভারতে আসতে পারে রিলায়েন্স এর টিকা।

About Author