দেশনিউজ

আরবান ল্যাডারের অংশীদারিত্ব কিনল রিলায়েন্স কোম্পানি

Advertisement
Advertisement

কলকাতা: শিল্পজগতে রিলায়েন্স কোম্পানির আধিপত্য দিন দিন বেড়েই চলেছে। রিলাযেন্সেরর হাত ধরে বাজারে এসেছে জিও নেটওয়ার্ক। আর এবার আসবাব এবং সরঞ্জাম শিল্পেও নিজেদের আধিপত্য বিস্তার করল রিলায়েন্স কোম্পানি। আসবাব এবং গৃহসজ্জার সঙ্গে যুক্ত সংস্থা আরবান ল্যাডারের ৯৬ শতাংশ অংশীদারিত্ব হাতে নিল রিলায়েন্স রিটেল ভেঞ্চারস লিমিটেড।

Advertisement
Advertisement

আসবাব এবং সরঞ্জাম জগতের বিখ্যাত ডিজিটাল প্লাটফর্ম হল আরবান ল্যাডার। ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে ভারতে ব্যবসা করতে আসে এই সংস্থা। আপাতত ৯৬ শতাংশ অংশিদারিত্ব হাতে নিলেও ভবিষ্যতে আরবান ল্যাডারের একশো শতাংশ মালিকানাই হাতে নিতে পারে রিলায়েন্স রিটেল৷ এর জন্য ভবিষ্যতে আরও ৭৫ কোটি টাকা বিনিয়োগ করতে পারে রিলায়েন্স রিটেল৷ ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে৷

Advertisement
  1. আরবান ল্যাডারের অংশিদারিত্বর ফলে ক্রেতাদের সামনে আরও নতুন ধরনের পণ্যের সম্ভার নিয়ে হাজির হতে পারবে রিলায়েন্স রিটেল৷ আরবান ল্যাডারের অংশিদারিত্বর ফলে ক্রেতাদের সামনে আরও নতুন ধরনের পণ্যের সম্ভার নিয়ে হাজির হতে পারবে রিলায়েন্স রিটেল৷
Advertisement

Related Articles

Back to top button