Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ব্যাপক অফার পাওয়া যাচ্ছে Redmi Note 12 Pro 5G, ৪৭% ডিসকাউন্ট পাবেন এই ওয়েবসাইটে

আজকালকার দিনে প্রত্যেকের কাছে স্মার্টফোন থাকাটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। ভারতের বুকে একাধিক কোম্পানি প্রায় নিত্যদিন নতুন নতুন মডেলের স্মার্টফোন লঞ্চ করে থাকে। তবে বাজেট রেঞ্জে ভালো প্রোডাক্ট এর কথা…

Avatar

আজকালকার দিনে প্রত্যেকের কাছে স্মার্টফোন থাকাটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। ভারতের বুকে একাধিক কোম্পানি প্রায় নিত্যদিন নতুন নতুন মডেলের স্মার্টফোন লঞ্চ করে থাকে। তবে বাজেট রেঞ্জে ভালো প্রোডাক্ট এর কথা বলতে গেলে অন্যতম জনপ্রিয় কোম্পানি হিসাবে সামনে আসে Redmi। তাদের বাজেট রেঞ্জের ফোনগুলো সত্যিই মন জয় করে নিচ্ছে গ্রাহকদের। এছাড়াও তাদের প্রিমিয়াম ফোনগুলো টেক্কা দিচ্ছে আইফোনকেও। সম্প্রতি লঞ্চ হওয়া Redmi কোম্পানির একটি মোবাইল এখন ব্যাপক পছন্দ হচ্ছে।

কিছুদিন আগেই Redmi মার্কেটে এনেছে Redmi Note 12 Pro 5G। এই ফোনের জনপ্রিয়তা রয়েছে ব্যাপক। এই সুপারফাস্ট ফোন ব্যাপক পছন্দের ইয়ংস্টারদের। এই ফোনের দাম সম্প্রতি কমিয়েছে Xiomi কোম্পানি। এই ফোনের ৩ টি ভ্যারিয়েন্ট রয়েছে। তবে তারমধ্যে একটি ভ্যারিয়েন্ট এর দাম অনেকটাই কমিয়েছে এই কোম্পানি। এই ফোনের একটি মডেলের দাম ৮৪,৯৯৯ টাকা। এই ফোন এখন আপনি ৪৭ শতাংশ ডিসকাউন্টে পাবেন। এই বিজয় সেলের অধীনে আপনি ফোনটি ৪৪,৯৯৯ টাকায় কিনতে পারবেন। এছাড়া এমি অপশনে এই ফোন আপনি মাত্র ২১৬১ টাকা মাসিক দিয়ে নিতে পারবেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ফিচারের কথা বললে এই স্মার্টফোনে ৬.৬৭ ইঞ্চির ফুল HD + OLED ডিসপ্লে রয়েছে। যেটিতে আপনি ১২০ Hz এর রিফ্রেশ রেট পাবেন। প্রসেসরের জন্য, এটি মিডিয়াটেক ডাইমেনশন 1080 চিপসেটের সাথে আসে। আমরা যদি স্টোরেজের কথা বলি তবে এটি ১২৮GB এ উপলব্ধ। এছাড়াও, এটি Android 12 OS এ চলে। ফটোগ্রাফির জন্য, এটিতে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে আপনি একটি ৫০MP প্রাথমিক ক্যামেরা পাবেন। একই সময়ে, ভিডিও কল এবং সেলফির জন্য একটি ১৬MP ক্যামেরা উপলব্ধ। পাওয়ার জন্য, এতে একটি ৫০০০ mAh ব্যাটারিও রয়েছে। কিছুদিন বাদে flipkart এবং amazon ওয়েবসাইটে এই সেল উপলব্ধ হবে।

About Author