সস্তা দামে লঞ্চ হয়ে গেল Realme Narzo 30, ট্রিপল ক্যামেরা সহ বহু বিশেষ ফিচার

Realme Narzo 30 তে দেওয়া হয়েছে ৫০০০ mAh এর ব্যাটারি

Advertisement

Advertisement

অবশেষে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়ে গিয়েছে জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা কোম্পানি Realme এর নতুন স্মার্টফোন Realme Narzo 30। তবে কোম্পানির পক্ষ থেকে বর্তমানে ফোনটিকে লঞ্চ করা হয়েছে মালয়েশিয়ায়। এই স্মার্টফোনে দেওয়া হয়েছে Mediatek Helio G95 প্রসেসর এবং ৪৮ mp এর ক্যামেরা সেট আপ। চলুন জানা যাক এই স্মার্টফোনের দাম সম্পর্কে বিস্তারে,

Advertisement

দাম

কোম্পানির তরফ থেকে এই স্মার্টফোনের দাম রাখা হয়েছে $১৯৫ অর্থাৎ ভারতীয় হিসেবে ১৪,৩০০ টাকার সমান। বলা বাহুল্য , কোম্পানি এই স্মার্টফোনকে কেবল একটি স্টোরেজ বিকল্পের সাথেই লঞ্চ করেছে। তবে কোম্পানি ভারতে এই স্মার্টফোন কবে লঞ্চ করবে সেই বিষয়ে কোনও কিছুই জানায়নি। সাথে রয়েছে দুটি রঙের বিকল্প। চলুন জানা যাক এই স্মার্টফোনের স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারে,

Advertisement

স্পেসিফিকেশন

Realme Narzo 30 স্মার্টফোনে দেওয়া হয়েছে ৬.৫ ইঞ্চির HD+ ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৯০ Hz। অন্যদিকে এই স্মার্টফোনের স্ক্রিন টু বডি রেশিও ৯০:৫। প্রসেসর হিসেবে এই স্মার্টফোনে দেওয়া হয়েছে Mediatek Helio G95 এর চিপসেট। সাথে রয়েছে ৬ জিবি র‍্যামের সাপোর্ট। চলুন এইবার আলোচনা করা যাক এই Narzo 30 এর ক্যামেরা সম্পর্কে। এই স্মার্টফোনে দেওয়া হয়েছে ৪৮ mp এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ। অন্যদিকে ফ্রন্টে দেওয়া হয়েছে ১৬ mp এর সেলফি ক্যামেরা। পাওয়ার প্রদান করার জন্য এই স্মার্টফোনে দেওয়া হয়েছে ৫০০০ mAh এর ব্যাটারি। সাথে রয়েছে ৩০w এর ফাস্ট চার্জিং এর সাপোর্ট।

Advertisement

Recent Posts