Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Jimmy Tata: রতন টাটার ভাইকে চেনেন? কোটিপতি হয়েও থাকেন একেবারে মধ্যবিত্তের মতই

Updated :  Friday, January 21, 2022 11:41 AM

টাটা গ্রুপের কর্ণধার রতন টাটাকে ভারতের প্রায় সকলেই চেনেন। কিন্তু আপনি তার ছোট ভাই জিমি টাটাকে চেনেন? বিশ্বের অন্যতম ধনী পরিবার টাটা পরিবারের ছোট ছেলে হলেন জিমি টাটা। আদতে তিনি কিন্তু কোটিপতি, কিন্তু তবুও অতি সাধারণ জীবন যাপন করেন তিনি। মুম্বাইয়ের কোলাবা একটি সাধারন ২ কামরা ফ্ল্যাট নিয়ে থাকেন জিমি টাটা। টাটা সন্স এবং অন্যান্য টাটা গ্রুপের কোম্পানির অন্যতম শেয়ারহোল্ডার তিনি। উত্তরাধিকারসূত্রে টাটা পরিবারের অনেক সম্পত্তি পেলেও তিনি এখনও মাটির মানুষ।

তবে জানা যায় তিনি কোনদিন ব্যবসায় আগ্রহী ছিলেন না। রিপোর্ট অনুযায়ী, এখনো পর্যন্ত তার একটা মোবাইল ফোনও নেই। তবে খেলাধুলায় বেশ আগ্রহ আছে। তিনি স্কোয়াশ খেলতে পছন্দ করেন। কিছুদিন আগেই শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা একটি টুইট করে টাটা পরিবারের কনিষ্ঠ সদস্যের কাহিনী সকলের সামনে নিয়ে আসেন।

সেই টুইটারে তিনি লেখেন, ‘দুর্দান্ত স্কোয়াশ প্লেয়ার তিনি, আমাকে প্রতিবার হারিয়ে দিতেন’। এছাড়াও তার জীবনের নানা ঘটনা নিয়ে আলোকপাত করেছেন তিনি তার টুইটের মাধ্যমে। তবে বলতে গেলে, টাটা গোষ্ঠীর এই লো প্রোফাইল পথ চলার ব্যাপারে অনেকেই জানেন।

আপনারা সকলেই জানেন টাটা পরিবারের অন্দর থেকেই এই ধরনের পথচলা শুরু হয়েছে। আর সেই কারণেই এখনো কোটি কোটি টাকার মালিক হয়েও টাটা পরিবারের সমস্ত সদস্যরা একেবারে মধ্যবিত্তের মতো থাকেন। রতন টাটা কে তো আপনারা সবাই চেনেন ভালো করেই। আর তার মতোই তার ভাই জিমি টাটাও একেবারে মধ্যবিত্তের মতো জীবন যাপন করতে পছন্দ করে থাকেন।