Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

৫০ মেগা পিক্সেল ক্যামেরা নিয়ে হাজির Realme 9 Pro Plus, দুর্দান্ত অফার Flipkart-এ

ফ্লিপকার্টে শুরু হতে চলেছে Realme কোম্পানির একেবারে লেটেস্ট স্মার্টফোন Realme 9 Pro+ 5G। ৬ জিবি RAM এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজঃ ভেরিয়েন্ট আপনারা পেয়ে যাবেন ২৪,৯৯৯ টাকায় এবং এর ওপর…

Avatar

ফ্লিপকার্টে শুরু হতে চলেছে Realme কোম্পানির একেবারে লেটেস্ট স্মার্টফোন Realme 9 Pro+ 5G। ৬ জিবি RAM এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজঃ ভেরিয়েন্ট আপনারা পেয়ে যাবেন ২৪,৯৯৯ টাকায় এবং এর ওপর অপশন ৮ জিবি RAM এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ মডেল আপনারা পেয়ে যাবেন ২৬,৯৯৯ টাকায়। তবে এই প্রথম অফারে আপনারা তিন হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন এই দুটি স্মার্টফোনের উপরে। ফোন কেনার সময় যদি আপনি এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করেন তাহলে আরও অতিরিক্ত ২,০০০ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। এছাড়াও কোম্পানি তরফ থেকে অফার করা ফ্লিপকার্ট ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে আপনারা ১,০০০ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড থাকলে আপনি ৫ শতাংশ আনলিমিটেড ক্যাশ ব্যাক পাবেন।

স্পেসিফিকেশন –

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

রিয়েলমি কোম্পানির এই নতুন স্মার্টফোনে আপনারা পেয়ে যাবেন ২০:৯ অ্যাসপেক্ট রেশিও সহযোগে ফুল এইচডি রেজুলিউশনের একটি টাচস্ক্রিন। স্ক্রিনের ডিসপ্লে কোয়ালিটি এমোলেড এবং এখানে আপনারা ৯০ হার্টজ রিফ্রেশ রেট পেয়ে যাবেন। এই স্ক্রিনের টাচ স্যাম্পলিং রেটঃ হচ্ছে ১২০ হার্টজ। রিয়েল মি কোম্পানির এই মোবাইলের স্ক্রিন টু বডি রেশিও ৯০.০৮ শতাংশ এবং ওজন ১৮২ গ্রাম।

রিয়েলমি কোম্পানির REALME 9 PRO+ স্মার্ট ফোন পেয়ে যাবেন আপনারা একেবারে লেটেস্ট অ্যান্ড্রয়েড সহযোগে। এর সাথেই আপনাদের জন্য দেওয়া হবে রিয়েলমি ইউআই সাপোর্ট। এই স্মার্টফোনে ৬ ন্যানোমিটার ফেব্রিকেশন টেকনোলজি নির্মিত মিডিয়াটেক ডায়মেনসিটি ৯২০ প্রসেসর থাকছে। গ্রাফিক্সের জন্য থাকছে মালি জিপিইউ। এছাড়াও রিয়েলমির এই স্মার্টফোনে LPDDR4X RAM থাকছে। এছাড়াও থাকছে ইউএফএস ২.২ স্টোরেজঃ প্রযুক্তি।

রিয়েলমি নতুন স্মার্টফোনের সঙ্গে ছবি তোলার জন্য থাকছে একটি এলইডি ফ্ল্যাশ সহযোগে ৫০ মেগা পিক্সেলের প্রাইমারি ক্যামেরা। এই ক্যামেরাটিতে f/1.8 অ্যাপারচার থাকছে। এ ছাড়া থাকছে একটি ৮ মেগা পিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগা পিক্সেলের ম্যাক্রো সেন্সর। ভিডিও এবং সেলফি তোলার জন্য ১৬ মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হচ্ছে। জানিয়ে রাখি, রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরায় সোনি আইএমএক্স সেন্সর ব্যবহার করা হয়েছে। ফলে আপনার ছবি হবে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার।

রিয়েলমি ৯ প্রো প্লাস স্মার্টফোন একটি ডুয়াল সিম স্মার্ট ফোন এবং এটি ফাইভ-জি এবং ফোর-জি দুই টেকনোলজিতেই কাজ করতে পারে। কানেক্টিভিটি ফিচারসহ সিকিউরিটির জন্য একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। পাওয়ার ব্যাকআপের জন্য ৪,৫০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি দেওয়া হয়েছে এবং তার সাথে থাকছে ৬০ ওয়াট সুপার ফাস্ট চার্জিং প্রযুক্তি। সবথেকে আকর্ষনীয় বিষয়টি হলো এই স্মার্টফোনে আপনারই ফাস্ট চার্জিং ফিচার পেয়ে যাবেন, যা এই দামের কোন স্মার্টফোন তেমনভাবে অফার করে না।

About Author