Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

VIDEO: আরসি উপধ্যায়ের যৌবন দেখে ভক্তরা পাগল, এমন নেচে মঞ্চ কাঁপালেন

Updated :  Wednesday, January 24, 2024 6:29 PM

আরশি উপাধ্যায় (RC Upadhyay) -এর নাম লেখার ধরনেই রয়েছে চমক। আরশি নিজের নাম লেখেন ইংরাজি ‘R’ ও ‘C’ ব্যবহার করে। আরশির নাচের ধরন দেখে অনেকেই মনে করেন, তিনি স্বপ্না চৌধুরী (Sapna Choudhary)-কে অনায়াসেই টেক্কা দিতে পারবেন। তবে এখনও অবধি আরশির অনুরাগীদের সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি। ‘RC Upadhyay’ নামে আরশির একটি ইউটিউব চ্যানেলও রয়েছে যেখানে প্রায় প্রতিদিনই তাঁর নতুন ডান্স ভিডিও আপলোড হয়। ‘ছোটি ছোটি বাতেঁ কর’ গানের সাথে নেচে জনপ্রিয় হয়েছিলেন আরশি। তাঁর ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল। এখনও অবধি এই ডান্স ভিডিওটির ভিউ দুই মিলিয়ন অতিক্রম করেছে।

2018 সালের পয়লা এপ্রিল ‘আরশি ডান্স অফিশিয়াল’ নামে একটি ইউটিউব চ্যানেলে আরশির একটি ডান্স ভিডিও আপলোড করা হয়েছিল যা নেটদুনিয়ায় যথেষ্ট জনপ্রিয় হয়েছে। ‘পাতলা দুপাট্টা সড়কায়া না করো’ গানের সাথে নেচেছেন আরশি। ভিডিওতে তাঁর পরনে রয়েছে ফুশিয়া পিঙ্ক রঙের ফুলস্লিভ পাতিয়ালা সালোয়ার-কামিজ। কামিজের স্লিভ জুড়ে রয়েছে বেগুনি রঙের সুতো দিয়ে ডিজাইন করা মিরর ওয়ার্ক। কামিজের নেকলাইন সামান্য ডিপ হওয়ার কারণে দৃশ্যমান হয়েছে আরশির ক্লিভেজ। কামিজে রয়েছে সবুজ ও বেগুনি রঙের ডিটেলিং। পাতিয়ালা সালোয়ারে রয়েছে সোনালি সিকুইনের কারুকার্য।

আরশি তাঁর নাচ শুরু করেন ঠুমকা দিয়ে। অপরদিকে মঞ্চের উপর জামাকাপড় খুলে ছুঁড়তে থাকেন পুরুষ দর্শকদের একাংশ। একবার নিচু হয়ে ক্লিভেজ শো-অফ করেই আরশি তাঁর গলা থেকে ওড়না সরিয়ে দেন। তারপর আবারও ওড়নাটি গলায় দিয়ে দর্শকদের দিকে পিছন ফিরে বুটি ডান্স করেন আরশি। বারবার মঞ্চের ধারে গিয়ে নিজের ক্লিভেজের দিকে দৃষ্টি আকর্ষণ করেন আরশি। কখনও ঘোমটায় মুখ আবৃত করেন আরশি। কখনও বা মঞ্চে আধশোওয়া হয়ে নাচ করেন। এইভাবেই একসময় অনুষ্ঠান শেষ করেন তিনি। আরশির এই ডান্স ভিডিওটি এখনও অবধি প্রায় দেড় লক্ষ ভিউ অতিক্রম করেছে।