২০২২ আইপিএলের মেগা আসর শুরু হতে বাকি আর মাত্র ২ দিন। এরই মধ্যে বিশাল পরিবর্তন চেন্নাই সুপার কিংস শিবিরে। মহেন্দ্র সিং ধোনি আইপিএল শুরু হওয়ার আগেই ছাড়ছাড়লেনলেন চেন্নাইয়ের অধিনায়কত্ব। আগামী ২৬ মার্চ প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে রবীন্দ্র জাদেজার নেতৃত্বে খেলতে নামবে চেন্নাই সুপার কিংস।
আপনাদের জানিয়ে রাখি, মহেন্দ্র সিং ধোনি ২০০৮ সাল থেকে চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব দিয়ে আসছেন। তার নেতৃত্বে ভারতীয় প্রিমিয়ার লিগের আসরে চেন্নাই সুপার কিংস সর্বাধিক বার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে। এছাড়া শিরোপা জয়ের সাফল্যের নিরিখে চারবার শিরোপা অর্জন করে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে চেন্নাই।
📑 Official Statement 📑#WhistlePodu #Yellove 💛🦁 @msdhoni @imjadeja
— Chennai Super Kings (@ChennaiIPL) March 24, 2022
২০২০ সালে প্রথমবারের মতো কোয়ালিফাই করতে না পারলেও ২০২১ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে কাঙ্খিত লক্ষ্য অর্জন করেছিল চেন্নাই সুপার কিংস। আসন্ন আইপিএলের মেগা অকশনের পূর্বে মহেন্দ্র সিং ধোনিকে রিটেন করেছিল চেন্নাই সুপার কিংস। তবে হঠাৎ তার এই সিদ্ধান্ত রীতিমত অবাক করেছে মহেন্দ্র সিং ধোনির সমর্থকদের। যদিও তার এই কঠিন সিদ্ধান্তের কারণ এখনো আসেনি সামনে।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside