Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

রাভিনাকে 49 বছর বয়সেও গ্ল্যামারাস দেখাচ্ছে, অভিনেত্রীর এই লুক আশ্চর্যজনক দেখাচ্ছে

Updated :  Wednesday, January 17, 2024 5:48 PM

নব্বইয়ের দশকে একের পর এক হিট ফিল্ম উপহার দিয়েছিলেন রবীনা ট‍্যান্ডন (Raveena Tandon)। সেই সময় শুধুমাত্র মূল ধারার ফিল্মেই অভিনয় করতেন তিনি। তবে ধীরে ধীরে অন্য ঘরানার ফিল্মেও অভিনয় শুরু করেন রবীনা। সেখানেও প্রশংসিত তিনি। পরবর্তী কালে অভিনয় থেকে বিরতি নিয়ে সংসারে মন দিয়েছিলেন রবীনা। তবে সম্প্রতি ওয়েব সিরিজের মাধ্যমে আবারও অভিনয়ে ফিরেছেন তিনি। একের পর এক ওয়েব সিরিজে কাজ করছেন রবীনা। তবে সোশ্যাল মিডিয়াতেও তিনি যথেষ্ট অ্যাকটিভ। সব ধরনের পোশাকে স্বচ্ছন্দ হলেও রবীনা পছন্দ করেন শাড়ি পরতে। সম্প্রতি তাঁর ফ্যান পেজ থেকে রবীনার কয়েকটি ছবি ইন্সটাগ্রামে শেয়ার করা হয়েছে।

ছবিগুলিতে রবীনার পরনে রয়েছে হলুদ রঙের হ্যান্ডলুম শাড়ি। শাড়িটি ট্রান্সপারেন্ট। শাড়ির পাড়ে রয়েছে সোনালি সিকুইনের কারুকার্য। শাড়ি জুড়ে রয়েছে সোনালি রঙের চুমকি। এই শাড়ির সাথে হলুদ রঙের ব্লাউজ টিম আপ করেছেন রবীনা। ব্লাউজ জুড়েও রয়েছে সোনালি সিকুইনের কারুকার্য। ব্লাউজের নেকলাইনে রয়েছে ডিটেলিং। হলুদ শাড়ির সাথে রবীনার মেকআপ হালকা হলেও উজ্জ্বল। ব্রাউন শেডের আইশ‍্যাডো ও কালো আইলাইনারের ব্যবহার রয়েছে তাঁর দুই চোখে। ঠোঁট রাঙানো ব্রাউন শেডের গ্লসি লিপস্টিকে। চিকবোনে রয়েছে হাইলাইটারের ব্যবহার।

চুলে মাঝে সিঁথি করে বাঁধা রয়েছে বান। তা সাজানো রয়েছে সাদা ফুলের মালায়। হলুদ শাড়ির সাথে সবুজ-সাদা স্টোন স্টাডেড নেকপিস পরেছেন রবীনা। কানে রয়েছে অনুরূপ ইয়ারিং। ডান হাতে অনেকগুলি স্টোন স্টাডেড চুড়ি পরেছেন রবীনা। আগামী 26 শে জানুয়ারি ডিজনি প্লাস হটস্টারে স্ট্রিম হতে চলেছে রবীনা অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘কর্মা কলিং’। ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন রুচি নারায়ণ (Ruchi Narayan)।