Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Raveena Tandon: বিদেশি নাচের দলের সাথে ‘টিপ টিপ বার্ষা পানি’তে রবিনা ট্যান্ডন, দেখেই পাগল অভিনেত্রীর ভক্তরা

রবিনা ট্যান্ডন বলিউড ইন্ডাস্ট্রির ৯০'এর দশকের অন্যতম প্রথম সারির অভিনেত্রী। শুরুর সময় থেকেই একাধিক হিট ছবি উপহার দিয়ে গিয়েছেন নিজের অগণিত দর্শকদের। বর্তমানে বড়পর্দা থেকে বেশ কিছুটা দূরেই রয়েছেন অভিনেত্রী।…

Avatar

রবিনা ট্যান্ডন বলিউড ইন্ডাস্ট্রির ৯০’এর দশকের অন্যতম প্রথম সারির অভিনেত্রী। শুরুর সময় থেকেই একাধিক হিট ছবি উপহার দিয়ে গিয়েছেন নিজের অগণিত দর্শকদের। বর্তমানে বড়পর্দা থেকে বেশ কিছুটা দূরেই রয়েছেন অভিনেত্রী। খুব বেছে বেছেই কাজ করেন এখন। কারণে অকারণে প্রায়ই মিডিয়ার পাতায় চর্চিত হতে দেখা যায় তাকে। সোশ্যাল মিডিয়ার পাতাতেও কম সক্রিয় নন তিনি। তার শেয়ার করে নেওয়া একাধিক ছবি ও ভিডিও প্রায়ই ভাইরাল হয় নেটদুনিয়ায়। চর্চাও চলে সেই নিয়ে। সম্প্রতি একেবারে ভিন্ন একটি কারণে চর্চিত ‘মহড়া’র অভিনেত্রী।

এই মুহূর্তে মুম্বাইতে শো করতে উপস্থিত বিদেশি নাচের দল ‘কুইক স্টাইল’। মঞ্চের পাশাপাশি গোটা মুম্বাই শহর জুড়ে বলিউডের গানে রিল বানাচ্ছেন তারা। বর্তমান প্রজন্মের কাছে তারা অন্যতম জনপ্রিয় সেনসেশনাল নাচের দল ‘কুইক স্টাইল’। বলিউডের অন্যতম দুই প্রথম শাড়ির তারকা রবিনা ট্যান্ডন ও সুনীল শেট্টির সাথে তাদেরই হিট গানে রিল বানাতে দেখা গিয়েছে এই বিদেশি গাছের দলকে। আপাতত, গোটা সোশ্যাল মিডিয়া মেতে রয়েছে ‘মহড়া’র গানে। মেতে উঠেছেন খোদ অভিনেত্রীও।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সম্প্রতি ‘কুইক স্টাইল’এর সাথে কোলাবরেট করে একটি রিল ভিডিও বানাতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। ‘টিপ টিপ বর্ষা পানি’র তালেই নজরকাড়া রিল‌ বানিয়েছেন তারা, যা খুব স্বাভাবিকভাবেই ভাইরাল হয়েছে নেটজনতার একাংশের মাঝে ও অভিনেত্রীর অগণিত ভক্তমহলের মধ্যেও। এদিন অভিনেত্রীকে ব্লু ডেনিম ও কালো ক্রপ টপে দেখা গিয়েছে। খোলা চুলে, হালকা মেকাপ নিয়েছিলেন তিনি। সাম্প্রতিক ‘মহড়া’র গানে অভিনেত্রীর এই রিল ভিডিও আবারো মুগ্ধ করেছে তার অনুরাগীদের। প্রশংসাতেও ভরে গিয়েছে কমেন্টবক্স। বলাই বাহুল্য, মুম্বাইতে শো করতে আসার পর থেকেই মিডিয়ার একাংশের নজর কেড়েছে এই বিদেশি নাচের দল। আর এবার তাদের সূত্র ধরেই আবারো চর্চায় রবিনা ট্যান্ডন।

About Author