হাতে আর একমাসও সময় নেই সোশ্যাল ম্যারেজের। আগামী ১৩ই ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোশনি। এর মধ্যে রয়েছে শ্যুটিং এর ব্যস্ততা। তবে শ্যুটিং ফ্লোর তো অভিনেত্রীর আর এক বাড়ি। তাই এদিন এই ধারাবাহিকের প্রিয় জগদম্বাকে আইবুড়ো ভাত খাওয়ালেন রানী রাসমণি উত্তরপর্ব ধারাবাহিকের সকলে। উপস্থিত ছিলেন পর্দার শ্রীরামকৃষ্ণ স্বয়ং। ধাবাহিকের সেটেই আইবুড়ো ভাতের আয়োজন করা হয়। শ্যুটিং এর ফাঁকেই ছিল এলাহী আয়োজন। মেনুতে ছিল ভাত, পোলাও, ডাল, চিংড়ি মাছ, মটন, চাটনি, দই। রোশনির আইবুড়ো ভাতের ছবি শেয়ার করেছেন প্রাণের বন্ধু রাসমণি ধারাবাহিকের অন্নদা ওরফে প্রমিতা চক্রবর্তী। আর অভিনেত্রীও হাসিমুখে সব খাবার খেলেন। অনুগামীরাও রোশনীর আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানালেন।
Roshni Bhattacharyya: রাসমনির সেটে জগদম্বার প্রথম আইবুড়োভাত, ছবি শেয়ার করলেন ‘অন্নদা’ প্রমিতা
রোশনি ভট্টাচার্য। বাংলা টেলিভিশনের অতি জনপ্রিয় মুখ। প্রতিদিন সন্ধ্যে ৬ঃ৩০ টা বাজলে এই অভিনেত্রীকে আমরা রাসমনি ধারাবাহিকে রানী রাসমনির ছোট মেয়ে জগদম্বা চরিত্রে দেখতে পাই। এই মুহূর্তে ‘করুণাময়ী রানি রাসমণি…

By

আরও পড়ুন