রাস যাত্রা বিখ্যাত নবদ্বীপে, চলুন জেনে নি নানা অজানা কাহিনী

Advertisement

Advertisement

শ্রেয়া চ্যাটার্জি : এখানকার রাস উৎসব ধর্মের সমস্ত শাখার মহামিলন। কথিত আছে,নরকাসুর লক্ষাধিক নারীকে অপহরণ করেছিল। শ্রীকৃষ্ণ সেই নরকাসুর কে বধ করে, সেই নারীদের কে উদ্ধার করে, রাস উৎসব চালু করেন। সমাজ যে সমস্ত নারীদের গ্রহণ করতে অস্বীকার করেছিল শ্রীকৃষ্ণই তাদের আপন করে নিয়েছিলেন এবং রাধা ও গোপিনীদের নিয়ে শ্রীকৃষ্ণএর লীলা তাই রাসলীলা নামে পরিচিত। এই রাসলীলা শ্রীচৈতন্যদেব চালু করেছিলেন তবে শ্রীচৈতন্যের পরে শাক্তরা এইটি পরিচালনা করেন।

Advertisement

নবদ্বীপে বাস করতেন বৈষ্ণবরা। তারা শ্রীকৃষ্ণ এবং রাধার ছবি দিয়ে রাসলীলা পালন করতেন। কিন্তু এই ধারণা পাল্টে যায় কৃষ্ণনগরে মহারাজা কৃষ্ণচন্দ্রের আমলে। তিনি ছিলেন ঘোর শাক্ত ধর্মী। তিনি শাক্ত ধর্মের অনুকরণ এ রাসলীলা চালু করেন। কৃষ্ণচন্দ্র আনুমানিক ১৭৫২ থেকে ১৭৫৬ মধ্যে রাস উৎসব চালু করেন।

Advertisement

নবদ্বীপের রাস যাত্রা আর আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো আড়ং বা শোভাযাত্রা । পোড়ামা তলায় রাজা কৃষ্ণচন্দ্র বসতেন এবং তার সামনে দিয়ে ঢাকঢোল বাজিয়ে একেকটি রাস নিয়ে যাওয়া হতো। সেই প্রথা এখনো বর্তমান রয়েছে।

Advertisement

নবদ্বীপের রাস এর সময়সূচী

১০নভেম্বর রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান
১১ নভেম্বর রাতে উৎসব শুরু ১২নভেম্বর সকালে বিভিন্ন দেব দেবীর প্রতিমা পূজা মেলা

১৩ ই নভেম্বর শোভাযাত্রা
১৪ ই নভেম্বর প্রতিমা বিসর্জন ১৫ই নভেম্বর রাস কার্নিভাল

Recent Posts