Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পরনে লাল লুঙ্গি, নীল গেঞ্জি, পুষ্পার জনপ্রিয় গানে তুমুল নাচ রানু মন্ডলের, ভিডিও ভাইরাল চরম ট্রোল

নেটমাধ্যমের সূত্র ধরেই মানুষের মাঝে সাময়িক জনপ্রিয়তা পেয়েছিলেন রানু মন্ডল। স্টেশনে বসে গান গেয়ে ভিক্ষা করতেন তিনি। এক স্বহৃদয় ব্যক্তি অতীন্দ্র চক্রবর্তীর দৌলতেই তিনি ভাইরাল হয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় অসংখ্য নেটনাগরিকদের…

Avatar

নেটমাধ্যমের সূত্র ধরেই মানুষের মাঝে সাময়িক জনপ্রিয়তা পেয়েছিলেন রানু মন্ডল। স্টেশনে বসে গান গেয়ে ভিক্ষা করতেন তিনি। এক স্বহৃদয় ব্যক্তি অতীন্দ্র চক্রবর্তীর দৌলতেই তিনি ভাইরাল হয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় অসংখ্য নেটনাগরিকদের মধ্যে। এমনকি তার কথা পৌঁছে গিয়েছিল বলিউডের একাধিক তারকাদের কাছেও। বলিউডের গায়ক-কম্পোজার হিমেশ রেশমিয়ার তৈরি করা একটি গানে তিনি প্লেব্যাকও করেছিলেন ঐ সময়ে। তবে পরবর্তীকালে আত্মঅহংকারের জন্যই তিনি আবারও ফিরে এসেছেন তার পুরোনো জায়গাতেই। বর্তমানে মানুষের কাছে কথায় কথায় হাসির খোরাক হন তিনি।

এই মুহূর্তে গোটা সোশ্যাল মিডিয়ায় রানু মন্ডল ট্রোল কনটেন্ট হয়ে উঠেছেন। কোনো না কোনো কারণে তিনি ট্রোল হন নেটিজেনদের মধ্যে। তিনি নিজের অদ্ভুত সাজগোজ ও কর্মকাণ্ডের জন্যই প্রতিদিন হাসির খোরাক হয়ে ওঠেন। নেটিজেনদের একাংশের দাবি তিনি ভারসাম্যহীন মানুষ। আবার অনেকের মতে, তিনি সত্যিই যদি ভারসাম্যহীন হতেন তাহলে এমন গান গাইতে পারতেন না। তার গলায় সুর রয়েছে কিন্তু উপযুক্ত প্রশিক্ষণের অভাবে তিনি আজ এই অবস্থায় রয়েছেন। অনেকের মতে, এমন একজন অভাবী, দরিদ্র, ভারসাম্যহীন মানুষকে নিয়ে হাসাহাসি না করাই শ্রেয়। আজকের দিনে দাঁড়িয়ে নেটমাধ্যমে তাকে নিয়ে একাধিক খবর চোখে পড়ে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সম্প্রতি বর্তমানের জনপ্রিয় দক্ষিণী ছবি পুষ্পার গানে নাচলেন রানু মন্ডল, সেই ভিডিওই এখন ভাইরাল নেটমাধ্যমে। টি-শার্টের নীচে লুঙ্গি পড়ে ও গলায় গামছা নিয়ে নাচলেন তিনি। পুষ্প ছবির ‘ও আন্তাভা’ ও ‘শ্রীভাল্লী’ র তালে নিজের বাড়ির সামনেই নেচেছেন। আর সেই ভিডিও কোন এক ব্যক্তি রেকর্ড করে শেয়ার করে দিয়েছেন নেটমাধ্যমে, যা দেখে রীতিমতো হাসছে নেটজনতা। এই ভিডিও নেটমাধ্যমে শেয়ার হওয়ার পর থেকেই আবারো ট্রোল হয়েছেন রানু মন্ডল। তার এইসব ভিডিওতে ধেয়ে এসেছে একাধিক কুরুচিকর মন্ত্যব্য, যা ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই স্পষ্ট হবে।

About Author