Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Ranbir Kapoor: বিশেষ দিনে নয়া অবতারে রণবীর! প্রথমবার সামনে এল ‘শামসেরা’

সদ্য ৩৯ তম জন্মদিন যোধপুরে নিজের বান্ধবী আলিয়া ভাটের সাথে উদযান করলেন অভিনেতা রণবীর কাপুর। বলিউডের চকোলেট বয় হিসেবে খ্যাতি তাঁর। 'সাওয়ারিয়া' সিনেমাতে রণবীরের সেই লুকে ঘায়েল হয়েছিলেন আট থেকে…

Avatar

By

সদ্য ৩৯ তম জন্মদিন যোধপুরে নিজের বান্ধবী আলিয়া ভাটের সাথে উদযান করলেন অভিনেতা রণবীর কাপুর। বলিউডের চকোলেট বয় হিসেবে খ্যাতি তাঁর। ‘সাওয়ারিয়া’ সিনেমাতে রণবীরের সেই লুকে ঘায়েল হয়েছিলেন আট থেকে আশি। আজ ও হাজার মহিলা অনুরাগীর ক্রাশ তিনি। তবে এবারে নিজের জন্মদিনের দিন যে লুকে তিনি সামনে এলেন তা অনুরাগীদের শুধু চমকেই দেয়নি, তা হু হু করে ভাইরাল হয়েছে নেট দুনিয়াতে। রণবীরের ৩৯ তম জন্মদিনে তাঁর আগামী ছবি ‘শামসেরা’ ছবির প্রথ। ঝলক সামনে আনলেন যশ রাজ ফিল্মস। এটাই হয়তো অভিনেতার উপহার।

শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, কাঁধ ছাপানো খোলা চুল, সারা মুখ জুড়ে আঁচড়ের দাগ সঙ্গে চোখের তীক্ষ্ণ দৃষ্টিতে এ যেন সম্পূর্ণ অচেনা রণবীর সকলের সামনে। সারা পোস্টার জুড়ে থাকা গোধূলি বেলার আলোর রঙের ছটা রণবীরের চোখে মুখে এসে পড়েছে এক লহমায়। আর রণবীরের দৃষ্টি হয়ে উঠেছে আরো রহস্যময়। বলা বাহুল্য, এত বছরের রণবীরের চিরাচরিত সিনেমার লুক থেকে পুরোপুরি ভিন্ন এই লুক। তবে ‘শামসেরা’ অর্থাৎ অভিনেতার সম্পূর্ণ মুখ দেখা যায়নি এই পোস্টারে। রয়েছে স্রেফ মুখের কিছুটা অংশ। আর তাতেই ছক্কা হাঁকালেন অভিনেতা। এই পোস্টারের এক কোণায় লেখা ‘আ লেজেন্ড উইল রাইজ’ যার বাংলা তর্জমা অর্থ দা প্রকাশ্যে আসতে চলেছে এক কিংবদন্তি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

রণবীর ছাড়াও ‘শামসেরা’-তে রয়েছেন বাণী কাপুর ও সঞ্জয় দত্ত। সঞ্জয় দত্ত এই সিনেমার সিনেমাতে নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন। এই দিন সিনেমার তারিখ ও ঘোষণা হয়েছে। করণ মালহোত্রা পরিচালিত এই ছবি মুক্তি পাবে ২০২২ সালের ১৮ মার্চ। এই ছবির বাজেট প্রায় ১৫০ কোটির কাছাকাছি। প্রসঙ্গত ২০২০ সালে এই ছবির মুক্তি পাওয়ার কথা ছিল। কিও করোনা অতিমারির কারণে সেসব পরিকল্পনা বাতিল করা হয়। তবে কোভিড পরিস্থিতি কিছুটা শিথিল হতে সিনেমাহলের দরজা খুলতেই একের পর এক সিনেমা হল খুলছে।

২০১৮ সালে পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই সিনেমা প্রসঙ্গে রণবীর জানিয়েছিলেন ‘শামসেরা’ শুধুমাত্র এক ডাকাত কিংবা ডাকাতদলের দুর্ধর্ষ অভিযানের গল্প নয় তাঁর কাছে। এই সিনেমা পরাধীন ভারতে ব্রিটিশ অত্যাচার এবং শাসনের বিরুদ্ধে প্রতিবাদ ও মাথা তুলে দাঁড়ানোরও এক গল্প কাহিনি। বাণী কাপুর বলেছিলেন, “তাঁরা ‘খলনায়ক’ এর মতো ছবি দেখে বড় হয়েছেন। এই ছবিটি তাঁকে সে রকম একটা অনুভূতি দিচ্ছে। ছবিটা একেবারেই আলাদা। করণ মেহেতার ‘অগ্নিপথ’ তাঁর খুব ভাল লেগেছে। ওঁ জানে আবেগকে কতটা ধাক্কা দিতে হয়। ‘শমশেরা’ -র একটা অংশ হতে পেরে তিনি সত্যিই খুশি। 

উল্লেখ্য, ২০১৮ সালে ‘সঞ্জু’-র মুক্তির পর ‘শামসেরা’-র মাধ্যমেই দীর্ঘ চার বছর পর ফের বড়পর্দায় কামব্যাক করতে চলেছেন রণবীর কাপুর। এছাড়া অভিনেতার হাতে আছে আরো এক বিগ প্রজেক্ট। ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে রণবীর আর আলিয়া একসাথে অভিনয় করেছেন।

About Author