Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সদ্য ডিভোর্স হয়েছে আমিরের, বিয়ের প্রস্তাব রাখলেন রাখি সাওয়ান্ত

বলিউডের সুখী দম্পতির মধ্যে একজন ছিল বলিউডের 'মিস্টার পারফেকশনিস্ট' আমির খান এবং পরিচালক কিরণ রাও। টানা সাড়ে ১৫ বছর জমিয়ে সংসারও করেছেন এই জুটি। কিন্তু এর মাঝেই গত শনিবার সকালে…

Avatar

By

বলিউডের সুখী দম্পতির মধ্যে একজন ছিল বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান এবং পরিচালক কিরণ রাও। টানা সাড়ে ১৫ বছর জমিয়ে সংসারও করেছেন এই জুটি। কিন্তু এর মাঝেই গত শনিবার সকালে হঠাৎ করে নিজেদের দাম্পত্য জীবনের ইতি টানার খবর জনসমক্ষে শেয়ার করলেন নিজেরাই। এক যৌথ বিবৃতিতে আমির জানিয়ে দিলেন নিজেদের বিবাহ বিচ্ছেদের কথা। শুধু তাই নয়, এই বিবৃতিতেই আমির ও কিরণ জানিয়ে দিয়েছেন তাঁদের এই সিদ্ধান্ত একেবারেই আচমকা নয়, বরং বহু আলোচনার পরেই নিয়ম মেনেই ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

তবে ডিভোর্স হলেও বন্ধুত্ব আগের মতো বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছেন। আমিরের এই দ্বিতীয় বিয়েও বেশিদিন স্থায়ী ছিলনা। তবে এই দুজনেই হঠাৎ করে ডিভোর্স নেওয়ার সিদ্ধান্তের কারণ জানা যায়নি। কিরণ আর আমির জানিয়েছেন, এই ১৫ বছর ধরে অনেক হাসি-মজা আনন্দে বহু স্মরণীয় মুহূর্ত কাটয়েছেন। বিশ্বাস, সম্মান ও ভালবাসায় নিজেদের সম্পর্ক গড়ে তুলেছেন। এবার তাঁরা জীবনের আরও এক নতুন অধ্যায় শুরু করতে চাইছেন। তবে স্বামী-স্ত্রী হিসেবে নয়, অভিভাবক এবং পরস্পরের পরিবার হিসেবে। এছাড়া পাণি ফাউন্ডেশনের দায়িত্ব সামলাবেন যৌথ ভাবে। এরপর দুজনে সেলফি তোলেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আমির খান ও কিরণ রাওয়ের ডিভোর্সের কথা প্রথমে জানতেন না রাখি সাওয়ান্ত। যখন জানতে পারলেন তখন পাপারিজ্জদের সামনে অদ্ভুত আবদার করে বসলেন বলিউডের এই তুবড়ি। রাখির দাবি, তিনি এখনও পর্যন্ত কুমারী রয়েছেন অর্থাৎ তৃতীয় বিয়ের জন্য তাঁর কথাও একবার ভেবে দেখতেই পারেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির। বেশ লাজুক হয়ে তিনি এই আবদার জানান জনসমক্ষে। এরপর তিনি দাবি করেন, ১৫ বছর আগে তিনি আমিরের এক সাক্ষাৎকার নিয়েছিলেম আর তখনই তিনি আমিরকে বলেছিলেন প্রথম স্ত্রী রিনা দত্তকে ছেড়ে কিরণকে যেন বিয়ে না করেন।দ্বিতীয় বিয়ে না টেকাতেও একটু হতাশ প্রকাশ করেন রাখি।

উল্লেখ্য, ২০১৮ সালে হঠাৎ করে এক সংবাদমাধ্যমে দীপক কালাল নামের সোশ্যাল মিডিয়া স্টারকে বিয়ে করবেন বলে ঘোষণা করেছিলেন রাখি সাওয়ান্ত। কিছুদিন পর তিনি জানতে পারেন দীপকের সাথে অন্য মহিলাদের সাথে সম্পর্ক আছে তাই তিনি সেই সম্পর্ক ভেঙে দেন। এরপরেই ২০১৯ সালের মাঝামাঝি রাখি ঘোষণা করেন রীতেশ নামের এক প্রবাসী ভারতীয়কে তিনি বিয়ে করেছেন। তবে স্বামীর মুখ কখনো দেখাননি। বিগ বস ১৪ তে এসে রাখি জানিয়েছিলেন, তিনি রিতেশের দ্বিতীয় স্ত্রী। রিতেশের প্রথম স্ত্রী আর সন্তান ও আছে। তাই তিনি রিতেশকে ডিভোর্স দিতে চান। সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি আবারো রিতেশের সাথে ঘর বাঁধতে চান। তবে এই রিতেশ কখনোই ক্যামেরার সামনে আসেননি।

About Author