Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Rakhi Sawant: মা হতে চলেছেন রাখি সাওয়ান্ত? সেই প্রসঙ্গেই মুখ খুললেন অভিনেত্রী

মিডিয়ার পাতায় কারণে অকারণে চর্চিত হতে থাকেন রাখি সাওয়ান্ত। নেটমাধ্যমের বিতর্কিত কুইন বলা হয় তাকে। তাকে নিয়ে কোনো না কোনো কারণে বিতর্ক চলতেই থাকে। আর তিনিও মিডিয়ার চর্চায় থাকতে বেশ…

Avatar

মিডিয়ার পাতায় কারণে অকারণে চর্চিত হতে থাকেন রাখি সাওয়ান্ত। নেটমাধ্যমের বিতর্কিত কুইন বলা হয় তাকে। তাকে নিয়ে কোনো না কোনো কারণে বিতর্ক চলতেই থাকে। আর তিনিও মিডিয়ার চর্চায় থাকতে বেশ পছন্দই করেন। সেকথা অবশ্য আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন নেই। তবে এই মুহূর্তে শোনা যাচ্ছে তিনি নাকি মা হতে চলেছেন! অবশ্য এই প্রসঙ্গে এবার নীরবতা ভেঙেছেন অভিনেত্রী নিজেই।
কয়েকদিন ধরেই আদিল খান দুরানীর সাথে তার বিয়ে নিয়ে একাধিক খবরের দেখা মিলছিল মিডিয়ার পাতায়। এখনকি অভিনেত্রীর ইসলাম ধর্ম গ্রহণ করার কথাও এসেছে প্রকাশ্যে। ইতিমধ্যেই নামও পরিবর্তন করে ফেলেছেন অভিনেত্রী। রাখি সাওয়ান্ত থেকে হয়েছেন ফাতিমা দুরানী।
গত সাতমাস ধরে অভিনেত্রীর সাথে নিজের বিয়ের কথা কোনমতেই স্বীকার করছিলেন না আদিল। অবশ্য অভিনেত্রী ও সকলের চাপে পড়ে এই বিয়ে অবশেষে স্বীকার করে নিয়েছেন তিনি। পাশাপাশি শোনা যায়, সালমান খানও এই প্রসঙ্গে ফোন করে কথা বলেছিলেন আদিলের সাথে। তবে সম্প্রতি মিডিয়ার সামনে আদিলের সাথে উপস্থিত ছিলেন রাখিও। মিডিয়ার সামনেই এবার নিজেদের বিয়ের কথা স্বীকার করে নিয়েছেন আদিল। অবশ্য সেই ঝলক এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ার পাতায়।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই অভিনেত্রীর মা হওয়ার কথা প্রকাশ্যে উঠে এসেছিল। অবশ্য সেই প্রসঙ্গে খোলসা করে কিছুই বলেননি অভিনেত্রী। তিনি শুধু এই মুহূর্তে এই প্রসঙ্গে বিশেষ কথা বলতে চান না বলেই জানিয়েছিলেন। তবে এর মাঝেই বুধবার তার গর্ভপাতের খবর ছড়িয়ে পড়েছিল গোটা মিডিয়ার পাতায়। তবে সোশ্যাল মিডিয়ার পাতায় একটি পোস্টের মাধ্যমে আদিল নিজে জানিয়েছেন, এটি পুরোপুরি গুজব। পাশাপাশি আদিল নিজের পোষ্টের মাধ্যমে সকলকে বিনা কারণে গুজব না ছড়ানোরওই অনুরোধ জানিয়েছেন। আপাতত সব মিলিয়ে বলাই বাহুল্য, মিডিয়ার পাতায় এই মুহূর্তে আদিল ও রাখি রয়েছেন তুমুল চর্চায়।
About Author